সোমবার ● ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » ওয়ালটন বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘প্রিমো আরসিক্স ম্যাক্স’
ওয়ালটন বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘প্রিমো আরসিক্স ম্যাক্স’
শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ নচ ডিসপ্লের নতুন স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। ‘প্রিমো আরসিক্স ম্যাক্স’ নামের ফোনটি নীল ও কালো রঙে পাওয়া যাবে। এর দাম ১০ হাজার ৯৯৯ টাকা।
এক বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, এই ফোনে ব্যবহার হয়েছে ৬ দশমিক ২৬ ইঞ্চির ১৯:৯ রেশিওর নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল।
ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে রয়েছে ১ দশমিক ৬ গিগাহার্টজ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ জিবি ডিডিআর ৪ র্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিকস। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৩২ গিগাবাইটের, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগা পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহার হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি।
ফোনটির পেছনে রয়েছে এফ ২.০ অ্যাপারচারের ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া রয়েছে আরও অনেক ফিচার।