রবিবার ● ১৭ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১০০ কোটিতে ফেসবুক ইউজারের সংখ্যা !!!
১০০ কোটিতে ফেসবুক ইউজারের সংখ্যা !!!
ব্যবহারকারীর হিসাবে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের ব্যবহারকারী বর্তমানে ৯০ কোটিরও বেশি। ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গড়ে তোলা ফেসবুকের ব্যবহারকারী আর মাত্র দুই মাসের মধ্যেই ১০০ কোটিতে পৌঁছবে বলে জানিয়েছে গবেষণা সংস্থা আইক্রসিং। বিগত সময়ে ফেসবুকের ব্যবহারকারীর প্রবৃদ্ধির হার যাচাই করে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, পশ্চিমা দেশগুলোয় ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির পরিমাণ কমে যাচ্ছে। উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের কথা জানায় সংস্থাটি। এ সংস্থা প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোয় সর্বস্তরে ইন্টারনেট পৌঁছে গেছে। তাই এসব অঞ্চলে ফেসবুকের ব্যবহারকারী খুব বেশি বাড়বে না বলে জানিয়েছে সংস্থাটি। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর কল্যাণে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীর প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে সংস্থাটি। ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর কারণেই ফেসবুকের গ্রাহক বাড়বে বলে জানিয়েছে আইক্রসিং।