রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ইনস্টাগ্রামের নতুন উদ্যোগ
ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ইনস্টাগ্রামের নতুন উদ্যোগ
ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবহারকারীদের সহায়তা নেবে ইনস্টাগ্রাম। এ জন্য নিজেদের ‘অভিযোগ’ পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছে ছবি বিনিময়ের সেবাটি। নতুন এই সুবিধা চালুর ফলে বন্ধুদের পাঠানো কোনো বার্তা বা তথ্যের সত্যতা সম্পর্কে সন্দেহ তৈরি হলেই ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যাবে।
এ জন্য সন্দেহজনক বার্তাটিতে ‘পতাকা’ যুক্ত করার সুযোগ পাবে ব্যবহারকারীরা। পরে অভিযুক্ত পোস্টের সত্যতা যাচাই করে বার্তাটি মুছে ফেলবে ইনস্টাগ্রাম। ভুয়া তথ্যের হাত থেকে ব্যবহারকারীদের রক্ষা করতেই এ উদ্যোগ। প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রে এই সুযোগ মিলবে।
সূত্র : ম্যাশেবল