রবিবার ● ১৭ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুগল মানচিত্রে নতুন প্রযুক্তি
গুগল মানচিত্রে নতুন প্রযুক্তি
বাজারে নেতৃত্ব ধরে রাখার লক্ষ্যে গুগল তার মানচিত্র প্রযুক্তিতে পরিবর্তন নিয়ে এসেছে। এক বিলিয়নের অধিক ব্যবহারকারী থাকা স্বত্ত্বেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপার এবং অংশীদার হারিয়েছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বার্ষিক উন্নয়নকারী সম্মেলনে অ্যাপল ‘গুগল ম্যাপস’কে বাদ দেবার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। গুগল ম্যাপস এর পরিবর্তে প্রতিষ্ঠানটি তার স্মার্টফোন এবং ট্যাবলেটে নিজস্ব ম্যাপিং অ্যাপি-কেশনের কথা ঘোষণা দিতে পারে।
গত ৬ জুন সান ফ্রানিসকোয় গুগল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মানচিত্র সংক্রান্ত বৈশিষ্ট্য এবং ডিজিটাল মানচিত্র ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গত এক দশকে কি করেছে সে সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করে। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে ছিল গুগল আর্থে থ্রিডি বৈশিষ্ট্য, স্ট্রিটভিউ, প্যানোরামিক ফটো তোলার জন্য পোর্টেবল ডিভাইস এবং অ্যানড্রয়েড ফোন থেকে অফলাইনে গুগল ম্যাপস ব্যবহারের সুবিধা।
গুগল ম্যাপস এর প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ম্যাকক্লেনডন বলেন, ‘এটা ঘরে ফেরার পথ খুঁজে পাবার একটা উপায় অপেক্ষা অধিক কিছু।’ গুগল ইমেজারি, গুগলের তৈরি সবচেয়ে অত্যাধুনিক থ্রিডি রেন্ডার সিস্টেম। আকাশ থেকে উত্তোলিত ৪৫ ডিগ্রি ছবি থেকে স্বয়ংক্রিয় প্রক্রিয়া ব্যবহার করে অত্যন্ত সূক্ষ মডেল তৈরি করতে পারে। গুগল এ কাজের জন্য বিমানের একটি বহরকে ব্যবহার করেছে। ফলাফল, জ্যুম করা যায়, শহরের অবকাঠামোগুলোর ত্রিমাত্রিক চিত্র যেখানে থাকছে প্রতিটি বিল্ডিং, রাস্তা এবং দৃশ্যপটের বিস্তারিত তথ্যচিত্র ফুটে উঠবে।
গুগল ম্যাপস এর প্রোগ্রাম ম্যানেজার পিটার বার্চ বলেন, ‘আমরা জাদু তৈরি করার প্রচেষ্টা করছি।’ গুগলের এই সুবিধাকে তিনি ‘সুপারম্যানের পাখা’ সাথে তুলনা করেছেন। ‘আপনার কাছে মনে হবে আপনি হেলিকপ্টারে চড়ে শহর পরিভ্রমণে বের হয়েছেন।’
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বৈশিষ্ট্যটি অ্যানড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসে পাওয়া যাবে বলে জানিয়েছেন বার্চ। তবে অ্যাপলের নিজস্ব মানচিত্র অ্যাপ কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি সত্যিই এই গুজব সম্পর্কে কিছু কল্পনা করতে পারছি না। তবে অ্যাপল আমাদের ভালো অংশীদার।’
অ্যাপল আইওএস নির্ভর বেশ কিছু চমৎকার অ্যাপি-কেশন রয়েছে গুগলের। এর মাঝে শীর্ষস্থানে রয়েছে গুগল আর্থ, ২০০৮ সাল থেকে অ্যাপল ডিভাইসের সাথে যুক্ত রয়েছি আমরা। গুগল ইমেজারি পরবর্তীতে ডেস্কটপ কম্পিউটারেও আসবে বলে জানিয়েছে গুগল।