সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ৫, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » প্রযুক্তিপণ্য সম্পর্কে কিছু ভুল ধারণা
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » প্রযুক্তিপণ্য সম্পর্কে কিছু ভুল ধারণা
৯৫৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রযুক্তিপণ্য সম্পর্কে কিছু ভুল ধারণা

---
দৈনন্দিন জীবনে ব্যবহূত প্রযুক্তিপণ্য ও সেবার তালিকা দিন দিন বড় হচ্ছে। এসব প্রযুক্তিপণ্য নিয়ে অনেকেরই ভুল ধারণা থাকে। যথেষ্ট জানাশোনা না থাকায় হাতের মুঠোয় থাকা যন্ত্রের সব সেবা উপভোগ করতে পারেন না ব্যবহারকারী। এমনই কিছু ভুল ধারণা নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব-

ম্যাক কম্পিউটার ভাইরাসমুক্ত
প্রযুক্তি বিশ্বে একটি ব্যাপক প্রচলিত ভুল ধারণা হলো অ্যাপলের ম্যাক কম্পিউটারে কখনো ভাইরাস আক্রমণ করতে পারে না। অ্যাপল আগে থেকে তাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারবে না বলে গর্ব করে আসছে। তবে ২০১২ সালে বিশ্বব্যাপী বিপুলসংখ্যক ম্যাক কম্পিউটার ট্রোজান ভাইরাসে আক্রান্ত হয়। কাজেই গ্রাহকের বিবেচনায় নেয়া উচিত, এমন কোনো কম্পিউটার নেই, যাতে ভাইরাস আক্রমণ করতে পারবে না। অতএব ডিভাইস যে কোম্পানিরই তৈরি হোক, সাধারণ গ্রাহকদের ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

দীর্ঘক্ষণ চার্জে ব্যাটারির ক্ষতি
বিভিন্ন ডিভাইস ব্যবহারকারীদের অধিকাংশই সারা দিন তার মোবাইল বা কম্পিউটিং ডিভাইস ব্যবহারের পর ঘুমানোর সময় তা চার্জে দেন। প্রচলিত একটি ভুল ধারণা, প্রয়োজনের চেয়ে বেশি চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয়। তবে এখন পর্যন্ত এ ধরনের কুসংস্কারকে সত্যি বলে মনে হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এখন বিভিন্ন মোবাইল ডিভাইসে যে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার হয়, সেগুলো প্রয়োজনীয় চার্জ হওয়ার পর নিজ থেকেই চার্জ ব্যবস্থা অকার্যকর হয়ে যায়।

ক্যামেরা যত মেগাপিক্সেল তত ভালো ছবি
ডিভাইস ব্যবহারকারী অনেকে মনে করেন, বেশি মেগাপিক্সেল মানেই ভালো ক্যামেরা। ১২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরায় তোলা ছবির মধ্যে কি খুব বেশি পার্থক্য খুঁজে পাওয়া যায়? ছবির মান নির্ভর করে ক্যামেরা সেন্সরের কার্যকারিতার ওপর; মেগাপিক্সেল কত বেশি তার ওপর নয়। শক্তিশালী সেন্সর বেশি আলো ধারণ করতে পারে। আলো ও সেন্সরই একটি ছবি ভালো হওয়ার প্রধান শর্ত।

আইফোনে আইপ্যাড চার্জার ব্যবহার অনুচিত
অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের ধারণা প্রচলিত আছে, আইফোন চার্জ দিতে আইপ্যাডের চার্জার ব্যবহার করা উচিত নয়। এ ধারণাকে একেবারে উড়িয়ে দেয়া যায় না। অ্যাপলের জানানো তথ্যমতে, তাদের ১২ ওয়াটের আইপ্যাড অ্যাডাপ্টার দিয়ে আইফোনও চার্জ দেয়া যাবে। কিন্তু ইলেকট্রনিকস গবেষণা প্রতিষ্ঠান এইআই সিস্টেমসের প্রতিষ্ঠাতা স্টিভ স্যান্ডলার জানান, টানা এক বছর যদি আইপ্যাডের চার্জারের মাধ্যমে আইফোন চার্জ দেয়া হয়, তবে আইফোনের ব্যাটারি ক্ষমতায় কিছুটা পরিবর্তন লক্ষ করা যাবে।

মেমোরি কার্ড হ্যাকিং অনুষঙ্গ নয়
ডিভাইস ব্যবহারকারী; বিশেষ করে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণা আছে যে মেমোরি কার্ড কখনো হ্যাকিং অনুষঙ্গ হতে পারে না। তবে নিরাপত্তা গবেষকরা এরই মধ্যে সতর্ক করে জানিয়েছেন, মেমোরি কার্ড থেকেও স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইস হ্যাক করা সম্ভব। শুধু মোবাইল ডিভাইসই নয়, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে পার্সোনাল কম্পিউটারও (পিসি) হ্যাক করা সম্ভব।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নতুন “ডিজিটাল সুরক্ষা অধ্যাদেশ-২০২৪” মানবাধিকার লঙ্ঘনের নতুন হাতিয়ার
মাস্টারকার্ডের ‘উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫’ শুরু
২০২৫ সালের সাইবার হামলার ঝুঁকি ও সাপ্লাই চেইন হুমকি বিশ্লেষণ করেছে ক্যাসপারস্কি
নতুন বছরে ইনফিনিক্স হট ৫০ স্মার্টফোনে ছাড়
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ নিয়ে ভয়েস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভিভো এক্স২০০ এ চলছে প্রি-অর্ডার, থাকছে অফার
উইকিপিডিয়া কীভাবে পরিচালিত হয়, কতটা নির্ভরযোগ্য এর তথ্য?
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ মানুষকে বোকা বানানোর অপচেষ্টা: টিআইবি
নতুন বছরে অনার বাংলাদেশের মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার
অরেঞ্জ ক্লাব পার্টনারদের নিয়ে বাংলালিংকের ‘২০২৪ উইন্টার ফেস্ট’