শনিবার ● ১৬ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল
প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পাঠ্যসূচি (বৃটিশ কারিকুলাম) ছাত্র-ছাত্রীদের কাছে আরও গ্রহণযোগ্য ও উপযোগী করে তোলার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ২০০৯ সালে বাংলাদেশে চেইন স্কুল চালু করেছে। ইতোমধ্যে ধানমন্ডি, উত্তরা এবং চাঁদপুরে তিনটি শাখার মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং পর্যায়ক্রমে দেশের ৬৪ টি জেলায় সম্প্রসারনের কাজ এগিয়ে চলছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশে প্রথম গ্লোবাল চেইন স্কুল।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিটি শাখাতে শীততাপ নিয়ন্ত্রিত ডিজিটাল শ্রেণী কক্ষ, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরী, উন্নতমানের শিক্ষা উপকরণ ও স্কুলের যাবতীয় তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট রয়েছে। ছাত্র-ছাত্রীদের শ্রেণীর মধ্যেই তথ্য প্রযুক্তির সহযোগিতায় আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হচ্ছে, ফলে ছাত্র-ছাত্রীদের বাসায় বা প্রাইভেট পড়ানোর প্রয়োজন হয় না। নিরিবিলি শিক্ষাবান্ধব পরিবেশ ও অভিজ্ঞ পরিচালনা পর্ষদ। স্কুলটিতে ফ্রান্স ল্যাংগুয়েজ এর ওপর শিক্ষা দেওয়া হয়। স্কুলটি বৃটিশ গ্লোবাল গেটওয়ের সদস্য, ফলে কারিকুলাম পরিবর্তনের সাথে সাথে আপগ্রেড হচ্ছে শিক্ষা ব্যবস্থা। কো-কারিকুলার এক্টিভিটিজ এর আওতায় বছরজুরে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানমালার মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলা হয়। নৈতিক শিক্ষা অর্জনের লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন সুবিধা রয়েছে। শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত ১:২০। প্রতিক্লাশে শিক্ষার্থী সর্বোচ্চ ২০ জন। সহোদরদের জন্য ৫০% ছাড়। তথ্য-প্রযুক্তির সাহয্যে ত্বরিত শিক্ষা ব্যবস্থা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক। প্লে গ্র”প থেকে স্ট্যান্ডার্র্ড - ফাইভ পর্যন্ত প্রায় সমস্ত শিক্ষকই মহিলা। ‘ও’ এবং ‘এ’ লেভেল পর্যায়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকগণ ক্লাস নিয়ে থাকেন। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের ইংরেজী মাধ্যমে আন্তর্জাতিক মানে অধ্যয়নের সুযোগদানে স্কুল কর্তৃপক্ষ টিউশন ফি ও ভর্তি ফি সহনশীল পর্যায়ে রেখেছে। স্কুলের অধ্যক্ষ হিসাবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ফারুক, যিনি দীর্ঘ ৩৪ বছর প্রিন্সিপাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদসহ ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে সংশ্লিষ্ট রয়েছেন।
ড্যাফোডিলের সফল অগ্রযাত্রার ধারাবাহিকতায় একটি মাইলফলক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (ডিআইএস)। ছাত্র-ছাত্রীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যোগ্য করে গড়ে তোলা এবং তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলাই ডিআইএস এর মূখ্য উদ্দেশ্য। এ লক্ষ্যে ডিআইএস দেশের ৬৪ টি জেলায় তার শাখা বিস্তারের পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য প্রধান কার্যক্রম সমূহ:
প্রতিনিয়ত ডিবেট, আর্ট, মিউজিক, কম্পিউটার প্রশিক্ষণ, রচনা লিখা প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ও আনন্দ ভ্রমন আয়োজন, প্রতিমাসে সেরা শিক্ষার্থীকে পুরস্কৃত করা, কিডস্ কনফারেন্স আয়োজন, উইন্টার ক্যাম্প, শিক্ষার্থীদের মায়েদের জন্য ইংরেজী ও কম্পিউটারের ওপর বিশেষ কোর্স, বার্ষিক বনভোজন ও অভিভাবক দিবস পালন ও অভিভাবকদের নিয়ে পরামর্শক পরিষদ গঠন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর আয়োজন করা হয় মাই ই কিডস ক্যাম্প। এতে দিনব্যাপী সারাদেশ থেকে আগত স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানমালার আযোজন থাকে। ভবিষৎ প্রজন্মকে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করার লক্ষে মাই ই কিডস নামক কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিটি শিক্ষার্থী কম্পিউটার পরিচালনায় দক্ষ হয়ে থাকে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ২০১২-২০১৩ সেশনে প্লে গ্র”প থেকে ‘এ’ লেভেল পর্যন্ত ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ঃ-
ধানমন্ডি: বাড়ী নং - ৭১, রোড নং - ৯/এ, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।
ফোনঃ ৮১৫৭৫১৬, ৯১৪৩০২৬, ০১৭১৩৪৯৩২৯১, ০১৭১৩৪৯৩১৬৯।
উত্তরা: বাড়ী নং - ০৩, সোনারগাঁও জনপথ, সেক্টর নং - ১২, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা - ১২৩০
ফোনঃ ৮৯৬২০০৮, ৮৯৩১৮৬৯, ০১৭১৩৪৯৩১৪৪, ০১৭১৩৪৯৩১৫৭।
চাঁদপুর: ১২২২/১১২৩, স্টেডিয়াম রোড, চাঁদপুর।
ফোন: ০৮৪১-৬৫৯৪৪, ০১৭১৩৪৯৩২৯৫।