বুধবার ● ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » টেক টিপ্সঃ ভালো মেমোরি কার্ড চেনার উপায়
টেক টিপ্সঃ ভালো মেমোরি কার্ড চেনার উপায়
SD Card কেনার আগে অবশ্যই ভালভাবে খেয়াল করতে হবে এটা কোন Class এর। এখানে Class বলতে মেমোরি কার্ডের কর্ম দক্ষতাকে বুঝাচ্ছেন হয়েছে। প্রতিটা মেমোরি কার্ডের গায়ে স্পষ্ট করে Class লেখা থাকে। মেমোরি কার্ডের Class 4, 6, 8,10 পর্যন্ত আছে। অনেক সময় Class কথাটি সরাসরি লেখা না থাকতেও পারে। বড় হাতের C লেখাও থাকতে পারে। আর মেমোরি কার্ডের Class যত বেশি হবে, মেমোরি কার্ডে পারফরমেন্সও (Performance) ততো বেশি বা ভালো পাবেন। যেমনঃ- Class 4 এর মেমোরি কার্ডের Data Transfer সেকেন্ডে Up to 4 MBPS।
ঠিক একইভাবে একটি মেমোরি কার্ডের Class যত বেশি হবে, তার Data Transfer ও ততো বেশি হবে। এই ভাবে Class10 মেমোরি কার্ডের Data Transfer সেকেন্ডে Up to 10 MBPS। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, মেমোরি কার্ডের Class অনুযায়ী দাম হয়। Class যত বেশি, দামও ততোবেশি। আর যদি Menomry card এ CLass লেখা না থাকে তো সেইটা না কেনাই ভাল।→ বাজারে অনেক কোম্পানির মেমোরি কার্ড পাওয়া যায়। তার মধ্যে Sandisk, Transcend, Apacer ইত্যাদি কোম্পানিগুলোর মেমোরি কার্ডগুলো অনেক ভালো। আর মেমোরি কার্ড কেনার আগে জেনে নিন সেটাতে Lifetime Warranty আছে কিনা। কেননা মেমোরির কোন সমস্যা হলে যেকোন সময়ে সেটা ঠিক করতে পারবেন বিনা মূল্যে।।
সবশেষে যেটা বলা প্রয়োজন, আপনি যে কোম্পানির মেমোরি কার্ডই কিনুন না কেন, Class 6 নিচে না কেনাই ভালো এবং সেই সাথে Lifetime Warranty আছে এমন মেমোরি কার্ড কেনাই ভালো।