শনিবার ● ১৬ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ২০১৬ সালের মধ্যে আইওএসকে ছাড়িয়ে যাবে উইন্ডোজ ফোন
২০১৬ সালের মধ্যে আইওএসকে ছাড়িয়ে যাবে উইন্ডোজ ফোন
বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান আইডিসি ধারণা করছে ২০১৬ সালের মধ্যে অ্যাপলকে পিছনে ফেলে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন বিশ্বের দ্বিতীয় সেরা স্মার্টফোন অবকাঠামো হিসেবে জনপ্রিয়তা অর্জন করবে। তবে বিশাল ব্যবধানে বাজার নিয়ন্ত্রণ করবে অ্যানড্রয়েড।
বর্তমানে বাজার শেয়ারের ৬১% দখল করার মধ্যে দিয়ে বিশ্বের স্মার্টফোন বাজারের নেতৃত্ব দিচ্ছে অ্যানড্রয়েড, ২০% জায়গা নিয়ে দ্বিতীয় স্থানটি দখল করে রেখেছে অ্যাপলের আইওএস, রিম এর দখলে রয়েছে ৬% আর উইন্ডোজ ফোন ৫.২%।
আইডিসি কর্তৃক পরিচালিত বিশ্বব্যাপী ত্রৈমাসিক মোবাইল ফোন ট্রাকার এর ফলাফল অনুযায়ী, ২০১৬ সালের মধ্যে অ্যানড্রয়েডের শেয়ার কমে গিয়ে ৫২.৯% এসে দাঁড়াবে, উইন্ডোজ ফোন ১৯.২% শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে এবং অ্যাপল ১৯% ও ৫.৯% বাজার শেয়ার নিয়ে রিমের স্থান হবে সবার শেষে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন অবকাঠামো হতে হলে ২০১৬ সাল পর্যন্ত উইন্ডোজ ফোনের বার্ষিক গড় বৃদ্ধির হার ৪৬.২% হতে হবে। ক্রমবর্ধমান মোবাইল বাজারে নকিয়ার মত হার্ডওয়্যার নির্মাতা মাইক্রোসফটের অংশীদার হিসেবে থাকার কারণে এই বৃদ্ধি সম্ভব বলে মনে করছে আইডিসি।
প্রতিষ্ঠানটির প্রতিবেদন নকিয়ার মনে নূতন আস্থা এনে দিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রতিদ্বন্দ্বিতামূলক মূল্যে বেশ কিছু লুমিয়া স্মার্টফোন বের করেছে। প্রতিষ্ঠানটির উত্তর আমেরিকা বাজারের প্রেসিডেন্ট ক্রসি ওয়েবার জানিয়েছেন ব্যবহারকারীর মতামতের উপর ভিত্তি করে লুমিয়া সেটগুলো নির্মাণ করতে চায় নকিয়া। তার মতে নকিয়া যদি ভোক্তাদের চাহিদা মেটাতে সক্ষম হয় তাহলে ব্যবসায়িক উন্নতি আপনা থেকে হবে।
অ্যাপলের আইওএস এর চাহিদা কমে যাওয়ার কারণ হিসেবে আইডিসি বলেছে প্রতিষ্ঠানটির ভবিষ্যত বিক্রয় শুধুমাত্র প্রতিস্থাপনের মধ্যে দিয়ে হবার কারণে বিক্রয় হার কমে যাবে। সস্তা বার্তা প্রেরণকারী ডিভাইসের চাহিদা বৃদ্ধি পাবার ফলে রিমের বাজার শেয়ার প্রায় ৬% এ বজায় থাকবে। তবে, প্রতিষ্ঠানটি বর্তমানে যে সকল সমস্যার সম্মুখীন হয়েছে তার ফলে এতদিন পর্যন্ত টিকবে কিনা সেটাই এখন দেখার বিষয়।