সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ২৪, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ভারতে বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে শাওমি
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ভারতে বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে শাওমি
৮২৫ বার পঠিত
রবিবার ● ২৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে শাওমি

---
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতের ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে শাওমি। এপ্রিল-জুন প্রান্তিকে দেশটিতে প্রতিষ্ঠানটির বাজার দখল ২৮ শতাংশে পৌঁছেছে। এছাড়া সামগ্রিকভাবে স্মার্টফোন সরবরাহ বেড়ে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ ইউনিটে পৌঁছেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

কাউন্টারপয়েন্ট রিসার্চের ‘মার্কেট মনিটর সার্ভিস’ শীর্ষকে প্রতিবেদন অনুযায়ী, চীনের বিবিকে গ্রুপের চার স্মার্টফোন ব্র্যান্ড অপো, ভিভো, রিয়েলমি ও ওয়ানপ্লাস ভারতে ভালো ব্যবসা করছে। এ চার ব্র্যান্ড যৌথভাবে ভারতের স্মার্টফোন বাজারের ৩০ শতাংশ দখলে নিয়ে প্রথমবার স্থানীয়ভাবে সেরা ডিভাইস নির্মাতার স্থান দখলে নিয়েছে।

এপ্রিল-জুন প্রান্তিকে ভারতে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ৭ শতাংশ কমেছে। তবে ‘এ’ ও ‘এম’ সিরিজের বদৌলতে দেশটিতে চলতি বছরের প্রথম প্রান্তিকের চেয়ে দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ ৩০ শতাংশ বেড়েছে।

এ বিষয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, একটা সময় ভারতে যেসব ব্র্যান্ড অফলাইন চ্যানেলে বেশি লক্ষ্য রেখেছিল, তারাও এখন অনলাইন চ্যানেলের মাধ্যমে ডিভাইস বিক্রির কার্যক্রম প্রসারিত করেছে। শুধু অনলাইনে বিক্রির জন্য ডিভাইসের এক্সক্লুসিভ সিরিজ উন্মোচন করা হয়েছে। অন্যদিকে যেসব ব্র্যান্ড অনলাইন এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমে দেশটির বাজারে প্রবেশ করেছিল, তারা খুচরা বিক্রেতাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অফলাইন চ্যানেলে কার্যক্রম জোরদার করেছে। যে কারণে গত প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারে রেকর্ড সংখ্যক ডিভাইস সরবরাহ হয়েছে।

তিনি বলেন, ডিভাইস ব্র্যান্ডগুলো একাধিক সিরিজ এনে নতুন ফোনের বাজারকে সম্প্রসারিত করছে। এতে ডিভাইস বাজারে বৈচিত্র্য বাড়ছে। একই সঙ্গে বাজারটিতে ব্র্যান্ডগুলোর পণ্যের গ্রহণযোগ্যতাও বাড়ছে।
এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারে স্যামসাংকে পেছনে ফেলেছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস ৭ সিরিজের ব্যাপক চাহিদার বদৌলতে এটা সম্ভব হয়েছে। দেশটিতে ক্রমবর্ধমান ব্র্যান্ড হয়ে উঠেছে রিয়েলমি, আসুস, ওয়ানপ্লাস ও নকিয়া।
কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, শীর্ষে থাকা পাঁচ ব্র্যান্ডের বদৌলতে সামগ্রিক সরবরাহের পরিমাণ এ-যাবত্কালের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এর পেছনে রয়েছে নিয়মিত নতুন ডিভাইস উন্মোচন ও মিশ্র চ্যানেলের কৌশল।

এছাড়া স্থানীয়করণ, ব্র্যান্ডিং এবং ডিভাইসের নতুনত্ব ব্র্যান্ডগুলো উপস্থিতি বাড়াতে সহায়তা করছে। ডিভাইস ব্র্যান্ডগুলোর আগ্রাসী ব্যবসানীতির কারণে ভারতের স্মার্টফোন বাজার তীব্র প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে।
টানা তিন প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারের সেরা পাঁচ ব্র্যান্ডের তালিকায় রয়েছে রিয়েলমি। এ সাফল্যের পেছনে অবদান রেখেছে রিয়েলমি সি২ ও রিয়েলমি ৩ প্রো স্মার্টফোন। এছাড়া অনলাইন চ্যানেলে রিয়েলমির ডিভাইস ব্যাপক ছাড়ে বিক্রির বিষয়টিও রয়েছে। রিয়েলমি সি২ স্মার্টফোন ভারতে উন্মোচনের দুই মাসের মধ্যে বিক্রি ১০ লাখ ইউনিট ছাড়িয়েছে। এছাড়া অভিষেকের এক বছরের মধ্যে দেশটিতে রিয়েলমির স্মার্টফোন সরবরাহ ৮০ লাখ ইউনিট ছাড়িয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পাঠাও-এর এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫ শুরু
আনলিমিটেড ইন্টারনেট সহ বাংলালিংকের ওয়াইফাই সেবা
এআই-ভিত্তিক গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গ্রামীণফোন ও এরিকসন এর চুক্তি
সাইবার সুরক্ষা অধ্যাদেশ: বিতর্কিত ৯টি ধারা বাতিল
বাংলাদেশে আইস ওয়ার্পের সুরক্ষিত ইমেইল সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস
ওয়াদা’র সাথে অনার এর অংশীদারিত্ব
বাক্কো সদস্যদের জন্য ‘গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস’ কর্মশালা অনুষ্ঠিত
‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা রোধে করনীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
২৬তম অন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০টি পদক পেল বাংলাদেশ
এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহন