মঙ্গলবার ● ৫ জুলাই ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » কুইক হেল ইন্টারনেট সিকিউরিটি ২০১১
কুইক হেল ইন্টারনেট সিকিউরিটি ২০১১
স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাজারে এনেছে কুইক হেল ব্রান্ডের ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার। এই ইন্টারনেট সিকিউরিটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য এন্টিভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটির মত এটি কম্পিউটারকে ধীর করে না। অর্থাৎ পিসি বা ল্যাপটপের গতিকে সাবলীল রেখেই এই ইন্টারনেট সিকিউরিটি ট্রোজান, ওয়ার্ম, ম্যালওয়্যার ও স্পাইওয়্যার সহ সকল প্রকার ভাইরাস থেকে সুরক্ষা প্রদান করে। তাছাড়াও এতে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল, ডিএনএ স্ক্যান প্রযুক্তি এবং এন্টি থেপ্ট প্রটেকশনের মত আকষনীয় ফিচার। প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে শিশুদের ইন্টারনেট ব্যবহারের উপর অবিভাবকগন নিয়ন্ত্রন আরোপ করতে পারবেন। ডিএনএ স্ক্যান প্রযুক্তির মাধ্যমে যেকোন নতুন ভাইরাস কম্পিউটারকে আক্রমনের পূর্বেই তা চিহ্নিত করবে। তাছাড়া ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য একটি দারুন সুবিধা হচ্ছে চুরি থেকে সুরক্ষা। অর্থাৎ, কুইক হেল ইন্টারনেট সিকিউরিটি ইনস্টল করা কোন ল্যাপটপ চুরি হলে জিপিএস প্রযুক্তির মাধ্যমে সেই ল্যাপটপের অবস্থান নির্নয় করা যাবে। কুইকহেল ইন্টারনেট সিকিউরিটি বর্তমানে দেশের যেকোন স্থানে সর্বোচ্চ ৮৯৯ টাকা খুচরা মূল্যে পাওয়া যাচ্ছে। বিস্তারিত: ০১৭৩০৩১৭৭২৫।