বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » টেক জায়ান্টদের বিরুদ্ধে তদন্তে নামছে মার্কিন বিচার বিভাগ
টেক জায়ান্টদের বিরুদ্ধে তদন্তে নামছে মার্কিন বিচার বিভাগ
ডিজিটাল মার্কেটে প্রযুক্তি জায়ান্টদের ক্ষমতাচর্চা নিয়ে এবার তদন্তে নামছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব অনলাইন প্লাটফর্ম প্রতিযোগিতার পরিবেশ কোনোভাবে বাধাগ্রস্ত করছে কিনা সে বিষয়টিই খতিয়ে দেখবে বিচার বিভাগ।
অবশ্য মার্কিন কেন্দ্রীয় বাণিজ্য কমিশন ও ইউরোপীয় ইউনিয়নের কম্পিটিশন কমিশন বেশ আগে থেকেই একই ধরনের তদন্ত চালিয়ে আসছে। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ঘোষণায় কোনো প্রযুক্তি কোম্পানির নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে তদন্তের লক্ষ্য যে মূলত ফেসবুক, গুগল, অ্যামাজন ও অ্যাপল, তা অনেকটা নিশ্চিত। কারণ বিচার বিভাগ থেকে বলা হয়েছে, সার্চ, সোস্যাল মিডিয়া এবং কিছু অনলাইন খুচরা বাজারের বিষয়ে গ্রাহক/ক্রেতাদের ব্যাপক উদ্বেগের পরিপ্রেক্ষিতেই এ তদন্তের প্রয়োজন মনে করছে কর্তৃপক্ষ।
মার্কিন অর্থনীতিতে প্রযুক্তি কোম্পানিগুলো নিয়ন্ত্রণমূলক ক্ষমতাচর্চা করছে কিনা তা যাচাইয়ের সর্বশেষ উদ্যোগ এটি। বিচার বিভাগ দেখতে চায়, বিপুল গ্রাহক আকর্ষণের ক্ষমতা থেকে এসব কোম্পানি বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে কিনা। এমনকি অত্যধিক আধিপত্য বিস্তারের প্রমাণ পেলে সে কোম্পানিকে বিভক্ত করার নির্দেশনাও আসতে পারে।
অবশ্য গত মাসেই জানা গিয়েছিল, মার্কিন বিচার বিভাগ সার্চ জায়ান্ট গুগলের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে। এখন আনুষ্ঠানিক ঘোষণায় বিচার বিভাগ জানিয়েছে, বাজারের শীর্ষ অনলাইন প্লাটফর্মগুলো কীভাবে এবং কোন ক্ষেত্রে ক্ষমতাবান হয়ে উঠেছে; উন্মুক্ত প্রতিযোগিতা ও উদ্ভাবনের সুযোগ সংকুচিত করছে কিনা অথবা ভোক্তার অধিকার ক্ষুণ্ন করছে কিনা-এসব বিষয় খতিয়ে দেখা হবে।
বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কীভাবে আকারে ও ক্ষমতায় বেড়েছে, পাশাপাশি তারা অন্যান্য ব্যবসা সম্প্রসারণ করেছে এবং বিশাল গ্রাহক নেটওয়ার্ক পুঁজি করে তারা কীভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করে-এসব ইস্যু তদন্তের আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। বাজারভিত্তিক প্রতিযোগিতার বিষয়ে কোনো নিয়ম-শৃঙ্খলা না থাকলে ডিজিটাল প্লাটফর্মগুলোর ভোক্তার চাহিদার বিষয়ে উদাসীন হয়ে পড়ার আশঙ্কা থাকে।