বুধবার ● ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » প্লে স্টোর থেকে সড়ানো হল ছয়টি অ্যাপ
প্লে স্টোর থেকে সড়ানো হল ছয়টি অ্যাপ
গুগল প্লে স্টোরে থাকা কিছু অ্যাপ ব্যবহারকারীর ওপর নজরদারি করে আসছিল। এগুলো শনাক্ত করেছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা অ্যাভাস্ট। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ক্ষতিকর এ অ্যাপগুলো ব্যবহারকারীর ওপর সার্বক্ষণিক নজরদারি করছে। রুশ ডেভেলপারদের এ অ্যাপগুলো ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর অবস্থানগত তথ্য, কন্ট্যাক্ট, কল লগ ও টেক্সট মেসেজ তৃতীয় পক্ষের হাতে পাঠাতে সক্ষম। অ্যাভাস্টের সতর্কতা বার্তা পেয়ে গুগল প্লে স্টোর থেকে সরিয়েছে, এমন সাতটি অ্যাপ নিয়ে আজকের আয়োজন-
কর্মী ট্র্যাকার
বিভিন্ন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে ‘ট্র্যাক এমপ্লয়িজ চেক ওয়ার্ক ফোন অনলাইন স্পাই ফ্রি’ অ্যাপ ব্যাপক পরিসরে ব্যবহার হয়। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের এ অ্যাপ ব্যবহার করে প্রতিষ্ঠান তার কর্মীদের অবস্থান ও কর্মকাণ্ড ট্র্যাক করতে পারে। ব্যবহারকারীর তথ্য তৃতীয় পক্ষের হাতে পাঠানোর ঝুঁকি থাকায় এ অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়েছে গুগল।
স্পাই কিডস ট্র্যাকার
অনেক মা-বাবা শিশুদের প্রযুক্তি অনুষঙ্গ ব্যবহার নিয়ে উদ্বিগ্ন থাকেন। বিশেষ করে স্মার্টফোনের মতো মোবাইল ডিভাইস শিশুদের হাতে দেয়া ঝুঁকিপূর্ণ মনে করেন। মোবাইল ডিভাইসে শিশুর কর্মকাণ্ড ট্র্যাক করার সুবিধা দেয় স্পাই কিডস ট্র্যাকার। তথ্য বেহাতের ঝুঁকি থাকায় এ অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়েছে গুগল।
ফোনকল ট্র্যাকার
অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে ফোনকল ট্র্যাকিংয়ের অসংখ্য অ্যাপ পাওয়া যায়। এ ধরনের অ্যাপ থেকে অপরিচিত নম্বর থেকে কল এলেও কলারের অবস্থান, নাম এবং আনুষঙ্গিক আরো কিছু তথ্য জানা যায়। ফোনকল ট্র্যাকার অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থাকায় প্লে স্টোর থেকে তা সরিয়েছে গুগল।
মোবাইল ট্র্যাকিং
অ্যান্ড্রয়েড প্লাটফর্মভিত্তিক ডিভাইসে মনিটরিং করার সুবিধা মিলে মোবাইল ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে। অর্থাৎ একটি অ্যান্ড্রয়েড ফোনে যা কিছু ঘটছে, তার সবকিছু জানা যাবে মোবাইল ট্র্যাকিং অ্যাপে। কিন্তু মোবাইল ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য বেহাত হতে পারে বলে সতর্ক করেছে অ্যাভাস্ট। যে কারণে এ অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়েছে গুগল।
এসএমএস ট্র্যাকার
বাধা দিলেও শিশুরা বড়দের মোবাইল ডিভাইস ব্যবহার করবে। তবে তারা ডিভাইস দিয়ে কাকে কোন ধরনের বার্তা প্রেরণ করছে কিংবা কী ধরনের বার্তা পাচ্ছে, তার সব ট্র্যাক করার সুবিধা মিলে এসএমএস ট্র্যাকার অ্যাপে। এ ধরনের ট্র্যাকার অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হতে পারে। অ্যাভাস্টের সতর্কতা মেনে এসএমএস ট্র্যাকার অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়েছে গুগল।
এমপ্লয়ি ওয়ার্ক স্পাই
অনেক বিপণন প্রতিষ্ঠানের কর্মীদের সবসময় মাঠে কাজ করতে হয়। ব্যবসায় প্রবৃদ্ধির জন্য মাঠপর্যায়ে কাজ করা কর্মীদের ওপর নজরদারির সুযোগ দেয় এমপ্লয়ি ওয়ার্ক স্পাই অ্যাপ। কিন্তু এ ধরনের অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য বেহাতের আশঙ্কা সৃষ্টি হওয়ায় তা প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল।