শনিবার ● ১৬ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ঢাকা স্টক এক্সচেঞ্জে সাবমেরিন ক্যাবলের দর বাড়ল ৬৮%
ঢাকা স্টক এক্সচেঞ্জে সাবমেরিন ক্যাবলের দর বাড়ল ৬৮%
প্রথম দিনে সাবমেরিন ক্যাবলের দর বাড়ল ৬৮% সরকারি মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের লেনদেন গতকাল শুরু হয়েছে। প্রথম দিনে শেয়ারটির দর বাড়ল ৬৮ শতাংশ। সেই সঙ্গে লেনদেনের শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠানটি। সম্প্রতি কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ৬০৮ শতাংশ।
গতকাল ডিএসইতে শেয়ারটির দর বেড়েছে ২৩ টাকা ৮০ পয়সা। এদিন এর দরে কোনো মূল্যসীমা নির্ধারিত ছিল না। দিনভর দর ৬০ টাকা থেকে ৪৫ টাকায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৫৮ টাকা ৮০ পয়সায়। দিনশেষে এ শেয়ারের দর দাঁড়ায় ৫৮ টাকা ৫০ পয়সা, যা এর আগের দিন ছিল ৩৫ টাকা। এদিন ১ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪০০ শেয়ার ৮১ হাজার ১৬২ বারে লেনদেন হয়, যার বাজার দর ৫৪ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
জানুয়ারি-মার্চ এ তিন মাসে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয় ২ কোটি ৪৪ লাখ টাকা, ইপিএস ২৮ পয়সা।
এদিকে জানুয়ারি-মার্চ এ নয় মাসে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয় ৩১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।
২০১২ সালে টেলিযোগাযোগ খাতের ‘এন’ ক্যাটাগরির কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর ১০০০ কোটি টাকা অনুমোদিত ও ১১৮ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধনের ১১ কোটি ৮৫ লাখ ৯ হাজার ১৭০টি শেয়ার রয়েছে। প্রতিটির অভিহিত দর ১০ টাকা ও মার্কেট লট ১০০ শেয়ারে। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৭৩ দশমিক ৮৪ শতাংশ সরকার, ৬ দশমিক ১৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ২০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
জানা যায়, গত অর্থবছরে বোনাস শেয়ার ঘোষণার পর বিএসসিসিএলের পরিশোধিত মূলধন দাঁড়ায় ৮৭ কোটি ৫০ লাখ টাকায়। আইপিও-পরবর্তী কোম্পানিটির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১১৮ কোটি ৫০ লাখ টাকায়। ২০১১ সালের ৩০ জুনের হিসাব অনুযায়ী এ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সম্পদ মূল্য (এনএভি) ১৫ টাকা ৫৫ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৪৯ পয়সায়। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি আইডিবির ঋণ পরিশোধ করবে। এ ছাড়া অবশিস্ট অর্থ আইপিও খরচ ও চলতি মূলধনে ব্যবহূত হবে। এ কোম্পানির ইস্যু ম্যানেজার আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।