মঙ্গলবার ● ২৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » গুগল ক্রোমের ৭৬ সংস্করণে ইনকগনিটো মুড আরো বেশি নিরাপদ
গুগল ক্রোমের ৭৬ সংস্করণে ইনকগনিটো মুড আরো বেশি নিরাপদ
জনপ্রিয় ওয়েবব্রাউজার গুগল ক্রোমের একটি মারাত্মক নিরাপত্তা ত্রুটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। ব্রাউজারটিতে ইনকগনিটো মুড (প্রাইভেট মুড) শনাক্ত করতে পারছে কিছু ওয়েবসাইট। এ সুযোগে ব্যবহারকারীর স্বাধীনতা নিয়ন্ত্রণ করছে তারা। আসন্ন ৭৬তম সংস্করণেই এ ত্রুটি সারিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে গুগল। খবর ডিজিটাল ট্রেন্ড।
একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ক্রোমের ফাইল সিস্টেম এটিআইয়ের অনিচ্ছাকৃত নিরাপত্তা ত্রুটির সুযোগ নিচ্ছে কিছু ওয়েবসাইট। ব্রাউজারে ইনকগনিটো মুডে গেলে এটিআইটি অকার্যকর হয়ে যায়, যাতে ব্যবহারকারী বেরিয়ে যাওয়ার পর তার সব হিস্ট্রি মুছে যায়। কিন্তু এখন কিছু ওয়েবসাইট সেটি শনাক্ত করতে পারছে।
গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ৩০ জুলাই উন্মোচনের অপেক্ষায় থাকা ক্রোমের ৭৬ সংস্করণে এ সমস্যা থাকবে না। প্রাইভেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে আর কোনো নিরাপত্তা ত্রুটি থাকলে সেটিও কঠোরভাবে যাচাই করা হবে।
তবে গুগলের এ ইনকগনিটো মুডের কারণে অনেক প্রকাশক (পত্রিকা বা ব্লক) ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এতে প্রতিষ্ঠানগুলো ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয় করতে পারে না। বোস্টন গ্লোব, নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস এবং আর কয়েকটি পত্রিকা ইনকগনিটো মুডে পত্রিকা পড়তে দেয় না। তখন পাঠককে অবশ্যই পত্রিকা সাবস্ক্রাইব করতে হয়।
আরস টেকনিকা জানিয়েছে, ক্রোম ৭৬ বেটা সংস্করণে ইনকগনিটো মুড বেশ কার্যকর। পরীক্ষা করে দেখা গেছে, বোস্টন গ্লোব, নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস ক্রোমের এ সংস্করণে ইনকগনিটো মুড শনাক্ত করতে পারে না।
গুগলও বিবৃতিতে পত্রিকার আয় কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছে। তবে ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানিয়েছে এ সার্চ জায়ান্ট।