মঙ্গলবার ● ২৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » অ্যাপল ইনটেল-এর মোডেম ব্যবসা কিনতে আগ্রহী
অ্যাপল ইনটেল-এর মোডেম ব্যবসা কিনতে আগ্রহী
ইনটেলের স্মার্টফোন মোডেম চিপ ব্যবসা কিনতে কাজ করে যাচ্ছে অ্যাপল।
বিষয়টির সঙ্গে জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, চুক্তি নিয়ে ইতোমধ্যেই পাকা কথা শুরু করেছে প্রতিষ্ঠান দু’টি। সব কিছু পরিকল্পনা মতো হলে সামনের সপ্তাহেই চুক্তি বাস্তবায়ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইনটেল ও অ্যাপলের মধ্যকার এই চুক্তির মূল্য বলা হচ্ছে একশ’ কোটি মার্কিন ডলার বা তারও বেশি– খবর বার্তাসংস্থা রয়টার্সের।
চলতি বছর এপ্রিল মাসেই ৫জি মোডেম চিপ ব্যবসা ছাড়ার ঘোষণা দেয় ইনটেল। এর কয়েক ঘন্টা আগেই কোয়ালকমের সঙ্গে দীর্ঘ দিন ধরে চলতে থাকা মামলার ইতি টানে অ্যাপল। আইফোনের মোডেম চিপের মূল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি কোয়ালকম।
এপ্রিল মাসেই ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে মোডেম চিপ ব্যবসা বিক্রির আশা করছে ইনটেল।
চুক্তির বিষয়ে জানতে অ্যাপল ও ইনটেলের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মন্তব্য করেনি কোনো প্রতিষ্ঠানই।
খবর প্রকাশের সময় ইনটেলের শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫২.১০ মার্কিন ডলারে। শেয়ার মূল্য সামান্য বেড়েছে অ্যাপলেরও। অন্যদিকে শেয়ারের দাম দুই শতাংশ কমেছে কোয়ালকমের।