বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ৩৪ বিলিয়ন ডলারে রেড হ্যাট অধিগ্রহণ আইবিএমের
৩৪ বিলিয়ন ডলারে রেড হ্যাট অধিগ্রহণ আইবিএমের
রেকর্ড মূল্যেই রেড হ্যাট অধিগ্রহণ চূড়ান্ত করল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)। গত মঙ্গলবার আইবিএমের পক্ষ থেকে জানানো হয়, ৩ হাজার ৪০০ কোটি ডলারে সফটওয়্যার কোম্পানি রেড হ্যাট অধিগ্রহণ চুক্তি চূড়ান্ত হয়েছে। খবর রয়টার্স।
ক্লাউড ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে গত অক্টোবরেই মুক্ত সফটওয়্যার কোম্পানি রেড হ্যাট অধিগ্রহণ পরিকল্পনার কথা জানায় আইবিএম। চলতি মাসের শুরুর দিকে এ অধিগ্রহণ প্রক্রিয়ায় শর্তহীন অনুমোদন দেয় ইউরোপিয়ান কম্পিটিশন কমিশন। এর ফলে প্রযুক্তির ইতিহাসে তৃতীয় বৃহত্তম এবং আইবিএমের ১০০ বছরের ইতিহাসে সর্ববৃহৎ অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হলো।
গত বছরের অক্টোবরের শেষ নাগাদ আইবিএমের রেড হ্যাট অধিগ্রহণের খবর প্রথম গণমাধ্যমে আসে। সে সময় আইবিএম রেড হ্যাটকে বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাউডভিত্তিক সফটওয়্যার কোম্পানি হিসেবে অভিহিত করে।
জানা যায়, সাম্প্রতিক সময়ে সফটওয়্যার বিক্রির গতি ধীর হওয়ায় সাবস্ক্রিপশনভিত্তিক সফটওয়্যার সেবা চালুর কথা বিবেচনা করছেন আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিনি রোমেট্টি।
২০১২ সাল থেকে আইবিএমের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন জিনি রোমেট্টি। গত বছর রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ক্লাউড কম্পিউটিং খাতে রেড হ্যাট হাতেগোনা কয়েকটি কোম্পানির একটি, যাদের আয় ও নগদপ্রবাহ দুটোই বাড়ছে। প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করা হচ্ছে মূলত আমাদের কোম্পানির প্রবৃদ্ধির কথা মাথায় রেখে। এক্ষেত্রে ব্যয়ের বিষয়টি মোটেও বিবেচনায় রাখা হয়নি।