বুধবার ● ১০ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » আবুধাবিতে বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু
আবুধাবিতে বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রদেশ আবুধাবিতে বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। ৩.১ বর্গমাইল এলাকার ওপর ৩২ লাখ সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছে, যা ৯০ হাজার মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করবে।
এছাড়া প্রায় ১০ লাখ মেট্রিক টন কার্বনডাই অক্সাইড নির্গমন কমিয়ে আনতে পারবে। এই পরিমাণ নির্গমন কমাতে রাস্তা থেকে অন্তত ২ লাখ ডিজেলচালিত গাড়ি তুলে নেয়া প্রয়োজন।
২০১০ সালের শেষের দিকে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিল। দুই হাজার ঘরের জন্য পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০ কোটি মার্কিন ডলার।