বুধবার ● ১০ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার মহাশূন্যেও জিপিএস
এবার মহাশূন্যেও জিপিএস
কোন জায়গা বা কারও অবস্থান খুঁজতে পৃথিবীতে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের জুড়ি নেই। এবার মহাশূন্যেও এই ব্যবস্থা আনতে চাইছে নাসা। কারণ সেখানেই মহাকাশচারীদের হারিয়ে যাওয়ার ভয় সব থেকে বেশি, যার ফলে হতে পারে মৃত্যুও। এখন মহাকাশচারীরা নাসার যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমেই যোগাযোগ রাখেন।
মহাশূন্যে জিপিএস বসলে সেই নেটওয়ার্কের ওপর থেকে চাপ কমবে এবং আরও বেশি তথ্য আদান-প্রদানের কাজে ব্যবহার করা যাবে বলেই মনে করছেন নাসার বিজ্ঞানীরা। স্যাটেলাইট, গ্রাউন্ড স্টেশন এবং রিসিভার দিয়েই তৈরি হয় জিপিএস। গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইটের ওপর নজর রাখে। রিসিভার স্যাটেলাইট থেকে পাঠানো সঙ্কেত শুনে গণনা করে অবস্থান সম্পর্কে তথ্য দেয়।
বিজ্ঞানীরা মহাশূন্যের জন্য বিশেষ রিসিভার তৈরি করছেন, যা ২৩-২৪টি জিপিএস স্যাটেলাইট থেকে অবস্থান সঙ্কেত তুলতে সক্ষম হবে। গডার্ড-ডেভেলপড নেভিগেটর জিপিএসের ওপর ভিত্তি করেই এই বিশেষ জিপিএস তৈরি হবে। পৃথিবীর চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণার জন্য ২০০০ সালের শুরুতে ম্যাগনেটোস্ফেরিক মাল্টিস্কেল মিশন বা এমএমএসে ওই গডার্ড জিপিএস প্রথমবার ব্যবহার করেছিল নাসা।
বিজ্ঞানীরা জানিয়েছেন মহাশূন্যের জিপিএস তৈরির জন্য অবশ্য পুরনো এমএমএস জিপিএসে উচ্চক্ষমতা সম্পন্ন এ্যান্টেনা, অত্যাধুনিক ঘড়ি এবং উন্নতমানের বৈদ্যুতিক যন্ত্রপাতি লাগবে। যে মহাকাশযান এই জিপিএসের সঙ্গে যুক্ত থাকবে তাতে বিশেষ সংক্ষিপ্ত মানচিত্রের তথ্য থাকবে, যাতে মহাকাশচারীরা সহজেই অবস্থান বুঝতে পারেন। বর্তমানে চাঁদের জিপিএসের রিসিভার ন্যাভকিউব ওপর ভিত্তি করে গঠিত। নতুন জিপিএস তৈরি হবে স্পেসকিউবের ওপর ভিত্তি করে। -নাসা