সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ৫, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১০ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যবহারকারীদের ফোন ট্র্যাক করছে কয়েক হাজার অ্যান্ড্রয়েড অ্যাপ
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যবহারকারীদের ফোন ট্র্যাক করছে কয়েক হাজার অ্যান্ড্রয়েড অ্যাপ
৯৩২ বার পঠিত
বুধবার ● ১০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবহারকারীদের ফোন ট্র্যাক করছে কয়েক হাজার অ্যান্ড্রয়েড অ্যাপ

---
গুগল প্লে স্টোরের কয়েক হাজার অ্যান্ড্রয়েড অ্যাপ অনুমতি না থাকলেও ব্যবহারকারীদের ফোন ট্র্যাক করছে। এ অ্যাপগুলো অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ‘পারমিশন’ সিস্টেমকে ফাঁকি দিয়ে ট্র্যাকিংয়ের কাজ করছে। যে কারণে অসংখ্য অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীর ব্যক্তিগত ও অবস্থানগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকিতে রয়েছে। গুগলের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড কিউতে পারমিশন সিস্টেমকে ফাঁকি দিয়ে তৃতীয় পক্ষের অ্যাপের ফোন ট্র্যাকিংয়ের সুবিধা বন্ধ করা হয়েছে। কিন্তু অ্যান্ড্রয়েডের এ সংস্করণ এখনো পর্যাপ্তসংখ্যক গ্রাহকের কাছে পৌঁছেনি। খবর দ্য ভার্জ।

নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, প্রত্যেক অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের সময় ব্যবহারকারী ঠিক করে দিতে পারেন ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পাবে কিংবা পাবে না। একজন অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী যখন স্পষ্ট করে জানিয়ে দেন ‘না’, আমার ফোন ট্র্যাক করার অনুমতি তোমার নেই। তার পরও কৌশলে ওই ব্যবহারকারীর ফোন ট্র্যাক করা উদ্বেগের বিষয়। তৃতীয় পক্ষের এমন কয়েক হাজার অ্যাপ অ্যান্ড্রয়েড প্লাটফর্মের পারমিশন সিস্টেমের সঙ্গে প্রতারণা করে এ কাজ করছে।
‘প্রাইভেসিকন ২০১৯’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, সাইবার অপরাধীরা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ফোন ট্র্যাকিংয়ের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটস (এসডিকে) কাজে লাগাচ্ছে। একই এসডিকে ব্যবহার করে একাধিক অ্যাপ উন্নয়নের মাধ্যমে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের পারমিশন সিস্টেম ফাঁকি দিয়ে ফোন ট্র্যাকিং করা হচ্ছে। এ কৌশলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর সব ধরনের তথ্য হাতিয়ে নেয়া সম্ভব।

বিভিন্ন প্রযুক্তি জায়ান্ট এবং অ্যাপ ডেভেলপার কর্তৃপক্ষের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ এবং অপব্যবহারের অভিযোগ বেশ পুরনো। এর আগে গুগলের বিরুদ্ধে প্রত্যেক অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীর অবস্থানগত কিংবা লোকেশন ডাটা সংগ্রহের অভিযোগ উঠেছিল। বলা হয়, অ্যান্ড্রয়েড প্লাটফর্মের গ্রাহকরা গোপনীয়তা রক্ষায় ডিভাইসের লোকেশন ডাটা ফিচার বন্ধ রাখলেও কৌশলে তাদের অবস্থানের তথ্য সংগ্রহ করা হয়। গোপনে অবস্থানগত তথ্য সংগ্রহের এ কৌশলকে বলা হচ্ছে ‘ডার্ক প্যাটার্ন’। এর মাধ্যমে গ্রাহকদের ভুল পথে চালিত করে তাদের তথ্যে নিয়ন্ত্রণ রাখছে গুগল।

বিশেষজ্ঞদের ভাষ্যে, বৃহৎ প্রযুক্তি জায়ান্ট কিংবা অ্যাপ ডেভেলপার কর্তৃপক্ষের কৌশলে তথ্য সংগ্রহের চর্চা বেশ ভয়ানক। কারণ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় যেকোনো সতর্কতা অবলম্বন করলেও ডিভাইস ইন্টারনেটে যুক্ত করলে অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহারকারীর বিভিন্ন তথ্য নিরবচ্ছিন্নভাবে সংশ্লিষ্টদের কাছে পাঠাতে থাকে। এটি এমন এক ফিচার, যা গ্রাহককে না জানিয়ে তথ্য সংগ্রহের কাজ করছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী চাইলেও এ কার্যক্রম থেকে রেহাই পাবেন না। কারণ ফোন ট্র্যাকিংয়ের অনুমতি না থাকলেও ব্যবহারকারীর তথ্য অ্যাপ ডেভেলপার কিংবা অন্য কোনো পক্ষের হাতে চলে যাবে। তথ্য যে ধরনেরই হোক, এসবের ব্যবহার বা অপব্যবহার দুটোই হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে গ্রাহক তথ্য সংগ্রহের প্রবণতা দেখা যায়। ২০১৬ সালে অ্যাকুওয়েদার নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকদের ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে লোকেশন ডাটা সংগ্রহের অভিযোগ উঠেছিল। অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা উবারের বিরুদ্ধেও তাদের অ্যাপ বন্ধ রাখলেও গ্রাহকদের অবস্থানগত তথ্য সংগ্রহের অভিযোগ আছে।

তথ্য গবেষকদের সতর্কতা সত্ত্বেও বিপুলসংখ্যক প্রযুক্তি প্রতিষ্ঠান গ্রাহক তথ্য সংগ্রহের কার্যক্রম চালাচ্ছে। তবে ফেসবুক বা গুগলের মতো কোনো প্রতিষ্ঠানের অবস্থানগত তথ্য সংগ্রহের বিষয় উদ্বেগজনক। এসব তথ্য দিয়ে কী করা হয়, তা এখনো অস্পষ্ট। বিজ্ঞাপন প্রদর্শনের জন্য এসব তথ্যের ব্যবহার ভিন্ন বিষয়। তবে হ্যাকারদের হাতে এসব তথ্য গেলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

জানা যায়, ম্যাপিং সেবা সরবরাহের পাশাপাশি আবহাওয়া, অঞ্চল অনুযায়ী বা বিভিন্ন দেশে স্থানীয় সংবাদ পরিবেশন, অনলাইন শপিং সেবা এবং অগমেন্টেড রিয়েলিটি ফিচার উন্নয়নে গ্রাহকদের ফোন ট্র্যাকিংয়ের তথ্য ব্যবহার করা হয়। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সংগৃহীত তথ্য এনক্রিপ্ট করা হলেও স্পাইওয়্যার দ্বারা ডিভাইস আক্রান্ত হলে এসব তথ্য তৃতীয় পক্ষের হাতে যেতে পারে। এতে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের গ্রাহকরা হ্যাকিংয়ের শিকার হতে পারেন।
গুগলের দাবি, অ্যান্ড্রয়েড কিউতে বিভিন্ন অ্যাপের কৌশলে ফোন ট্র্যাকিংয়ের উপায় বন্ধ করা হয়েছে। অ্যান্ড্রয়েডের এ সংস্করণ এরই মধ্যে বেশকিছু ডিভাইস ব্যবহারকারীর হাতে পৌঁছেছে।



প্রধান সংবাদ এর আরও খবর

দেশের বাজারে শাওমির নতুন দুইটি স্মার্ট ওয়াচ দেশের বাজারে শাওমির নতুন দুইটি স্মার্ট ওয়াচ
এআই-নির্ভর রূপান্তর: পিআই ওয়ার্কসের সহায়তায় দক্ষতা বাড়াচ্ছে বাংলালিংক এআই-নির্ভর রূপান্তর: পিআই ওয়ার্কসের সহায়তায় দক্ষতা বাড়াচ্ছে বাংলালিংক
শুরু হচ্ছে আইডিয়া প্রকল্পের ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম শুরু হচ্ছে আইডিয়া প্রকল্পের ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম
আইসিটি খাতের ঐক্যে ইউনাইটেড আইসিটি ফোরাম গঠনের উদ্যোগ আইসিটি খাতের ঐক্যে ইউনাইটেড আইসিটি ফোরাম গঠনের উদ্যোগ
অনার এক্স৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের অফার অনার এক্স৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের অফার
গ্রামীণফোনের নতুন সেবা ১ নম্বর এক্সপ্রেস গ্রামীণফোনের নতুন সেবা ১ নম্বর এক্সপ্রেস
সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ
বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪ অনুষ্ঠিত বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪ অনুষ্ঠিত
বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা রচিত উপন্যাস ‘যুবক যেখানে যেমন’ বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা রচিত উপন্যাস ‘যুবক যেখানে যেমন’
দেশের বাজারে ব্রাদার ব্র্যান্ডের নতুন প্রিন্টার উন্মোচন দেশের বাজারে ব্রাদার ব্র্যান্ডের নতুন প্রিন্টার উন্মোচন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের বাজারে শাওমির নতুন দুইটি স্মার্ট ওয়াচ
এআই-নির্ভর রূপান্তর: পিআই ওয়ার্কসের সহায়তায় দক্ষতা বাড়াচ্ছে বাংলালিংক
শুরু হচ্ছে আইডিয়া প্রকল্পের ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম
আইসিটি খাতের ঐক্যে ইউনাইটেড আইসিটি ফোরাম গঠনের উদ্যোগ
অনার এক্স৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের অফার
গ্রামীণফোনের নতুন সেবা ১ নম্বর এক্সপ্রেস
সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ
বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪ অনুষ্ঠিত
বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা রচিত উপন্যাস ‘যুবক যেখানে যেমন’
দেশের বাজারে ব্রাদার ব্র্যান্ডের নতুন প্রিন্টার উন্মোচন