বুধবার ● ১০ জুলাই ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » সংসদকে ডিজিটালাইজড করার কাজ চলছে: স্পিকার
সংসদকে ডিজিটালাইজড করার কাজ চলছে: স্পিকার
বাংলাদেশের জাতীয় সংসদকে ডিজিটালাইজেশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা সময়ের দাবি বলে মনে করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘মহান জাতীয় সংসদকে ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা আইসিটি বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করার কার্যক্রম চলমান রয়েছে।’
বুধবার (১০ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তখন থেকে আজ পর্যন্ত এক অভাবনীয় পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজকের বাস্তবতা।’ তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির উন্নতির মধ্যদিয়ে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশ অনেক দেশের চেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।’
বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে স্পিকার বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, এই হোক আমাদের প্রত্যয়।’
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ডেপুটি স্পিকার