রবিবার ● ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » সুরক্ষিত রাখুন আপনার ওয়াই-ফাই কানেকশন
সুরক্ষিত রাখুন আপনার ওয়াই-ফাই কানেকশন
এখন যে যুগে বাস করা হচ্ছে তাতে ইন্টারনেট ছাড়া চলা কঠিন হয়ে পড়ছে। কারণ মানব জীবনের সঙ্গে তা একেবারে জড়িয়ে গেছে। তাই শুধু বড় বড় সংস্থা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বাড়িতেও ইন্টারনেটের জন্য ইদানীং ওয়াই-ফাই কানেকশন নেয়া হচ্ছে। কিন্তু সেটা ঠিকমতো ব্যবহার না করলে, অন্য কোন ডিভাইস থেকে বাইরের কেউ আপনার কানেকশন ব্যবহার করতে পারে। ওয়াই-ফাই কানেকশন সুরক্ষিত রাখতে কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন-
* ইন্টারনেটের স্পিড কমে যাচ্ছে কি-না নজর রাখুন। যদি কমে যায়, সেক্ষেত্রে দেখতে হবে এর কারণ সার্ভারের সমস্যা নাকি ইন্টারনেট প্রদানকারী সংস্থা দায়ী। কিন্তু তা না হলে কেউ আপনার অজান্তে ওই ইন্টারনেট ব্যবহার করছে এবং তারই জেরে কমে যাচ্ছে ওয়াই-ফাই স্পিড।
* প্রত্যেক ইউজারের কাছে যেন একটি অনন্য আইপি এবং ম্যাক এ্যাড্রেস অবশ্যই থাকতে হবে। সঠিক ইউজার আইডির সঙ্গে রাউটার সংযুক্ত রয়েছে কি না সেটা বোঝা যাবে মোবাইল ফোন অথবা কম্পিউটারে ওয়াই-ফাই সেটিংসে গিয়ে। কারণ এই রকম ডিভাইসে অনেক সময় অন্যান্য ইউজারের নামও ফুটে ওঠে। তা ছাড়া অন্য কোন ডিভাইস আপনার রাউটারের সঙ্গে যুক্ত কি-না এবং ওয়াই-ফাই-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে কি না তা তখন জানা যাবে।
* এক্ষেত্রে জটিল পাসওয়ার্ড ব্যবহার করা উচিত যাতে সহজে তা লোক পেয়ে না যায়।
* বাজারে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলো ব্যবহার করলে জানা যায় অন্য কেউ ওই ডিভাইস রাউটারের সঙ্গে যুক্ত রয়েছে কি-না।
* রাউটারের ওপর একটা কোড থাকে, যেটাকে বলে এসএসআইডি (সার্ভিস সেট আইডেন্টিফায়ার)। এখন এই কোডটিকে হাইড করে দিলে সুরক্ষিত থাকে নেটওয়ার্ক।