রবিবার ● ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » হুয়াওয়ের মেট ৩০ সিরিজে থাকতে পারে হংমেং ওএস
হুয়াওয়ের মেট ৩০ সিরিজে থাকতে পারে হংমেং ওএস
চীনভিত্তিক হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম (ওএস) হংমেং মেট ৩০ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে উন্মোচন করা হতে পারে। আসন্ন মেট ৩০ সিরিজের ডিভাইসে নতুন এই ওএসের পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর অ্যান্ড্রয়েড হেডলাইন।
গত মে মাসের শেষ দিকে নিজস্ব ওএস উন্মোচনের ঘোষণা দিয়েছিল হুয়াওয়ে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ওএসের স্থানিক ও বৈশ্বিক সংস্করণ থাকবে বলে নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধের জেরে নিজেদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহার থেকে সরে আসতে হতে পারে হুয়াওয়েকে। যে কারণে নিজস্ব ওএস উন্নয়ন চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, হংমেং অপারেটিং সিস্টেম আসন্ন মেট ৩০ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য ডেভেলপারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
হংমেংভিত্তিক মেট ৩০ সিরিজের ডিভাইস প্রথম স্থানীয় বাজারে ছাড়া হতে পারে। অবশ্য ডিভাইসগুলোয় হংমেং প্রি-ইনস্টলড ওএস হিসেবে আসবে কিনা, তা নিশ্চিত করা হয়নি। সিরিজটির ডিভাইসগুলো বাজারে আসার আগেই মার্কিন বাণিজ্য বিভাগ হুয়াওয়ের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিলে হংমেং ওএস প্রি-ইনস্টলড অবস্থায় না-ও আসতে পারে। কারণ হুয়াওয়ে আগেই জানিয়েছিল, তারা গুগলের অ্যান্ড্রয়েড প্লাটফর্ম ছাড়তে রাজি নয়। কিন্তু বাধ্য করা হলে তবেই নিজস্ব ওএসচালিত ডিভাইস আনা হবে।
হুয়াওয়ে মেট ৩০ সিরিজের আওতায় যে ডিভাইসগুলো আনতে পারে, সেগুলো হলো মেট ৩০, মেট ৩০ প্রো ও মেট ৩০ লাইট।