বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » আইএসপিএবি নির্বাচন স্থগিত
আইএসপিএবি নির্বাচন স্থগিত
ভোটার তালিকায় ত্রুটি থাকার অভিযোগে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ৬ জুলাই সংগঠনটির কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা গেছে, ক্যাটাগরি ভিত্তিক ভোটারের ক্ষেত্রে নির্বাচনী নিয়ম মানা হয়নি মর্মে বুধবার (৩ জুলাই) নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তদন্তকালীন সময়ে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
রাজধানীর ধানমন্ডির স্থানীয় একটি আইএসপি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারি মমিনুল ইসলাম নির্বাচন কমিশন, ডিটিও এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে নির্বাচনীয় নিয়ম ভেঙ্গ সদস্য হওয়ার ১২০ দিনের আগে কাউকে কাউকে ভোটার করার অভিযোগ করা হয়।
প্রাথমিক তদন্তে এবিসি ক্যাটাগরির ৪ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়। ভোটার তালিকা সংশোধনের পর পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন করা হবে বলে জানা গেছে।