সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১০, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ডাটা সেন্টারে গুগল বিনিয়োগ করছে ১ হাজার ৩০০ কোটি ডলার
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ডাটা সেন্টারে গুগল বিনিয়োগ করছে ১ হাজার ৩০০ কোটি ডলার
৮২৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাটা সেন্টারে গুগল বিনিয়োগ করছে ১ হাজার ৩০০ কোটি ডলার

প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রজুড়ে ডাটা সেন্টার বিস্তৃত করার পকিল্পনার অংশ হিসেবে ওকলাহোমা অঙ্গরাজ্যে ডাটা সেন্টার সম্প্রসারণে ৬০ কোটি ডলার বিনিয়োগ করছে সার্চ জায়ান্ট গুগল। অঙ্গরাজ্যের প্রিয়রে নির্মিতব্য এ ডাটা সেন্টারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। খবর আইএএনএস।

গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে গুগল জানায়, চলতি বছর যুক্তরাষ্ট্রের অন্তত এক ডজন অঙ্গরাজ্যে নতুন ডাটা সেন্টার ও অফিস স্থাপনে ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবেই ওকলাহোমার প্রিয়রে ডাটা সেন্টার সম্প্রসারণে ৬০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল।

সুন্দর পিচাই ব্লগে বলেন, ডাটা সেন্টারের আন্তর্জাতিক নেটওয়ার্কে প্রিয়র অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যে গুগলের অন্যতম বৃহৎ ডাটা সেন্টার রয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, সেখানে ডাটা সেন্টার সম্প্রসারণে আরো ৬০ কোটি ডলার বিনিয়োগ ও ১০০ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি আরো জানান, এরই মধ্যে মিশিগানে ডাটা সেন্টার স্থাপনের ঘোষণা দেয়া হয়েছে। টেক্সাসেও এমন ঘোষণা আসছে।
গুগলের ডাটা সেন্টার নেটওয়ার্ক মূলত গুগল সার্চ, ইমেইল, ফটো, ভিডিও, ম্যাপ ইত্যাদি কনটেন্ট সেবার জন্য ব্যবহূত হয়।
গুগল যুক্তরাষ্ট্রে কম্পিউটারবিজ্ঞান শিক্ষার প্রসারেও বিনিয়োগ করছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম যুব উন্নয়ন সংগঠন ফোর-এএইচের জন্য ৬০ লাখ ডলার অনুদান ঘোষণা করেছে কোম্পানিটি।

পিচাই বলেন, কম্পিউটারবিজ্ঞান শিক্ষা প্রসারে এটি গুগল ডট ওআরজির সবচেয়ে বড় অনুদান। এ অর্থ ওকলাহোমাসহ আরো ২৫টি অঙ্গরাজ্যে তরুণদের কোডিং দক্ষতা বাড়ানোর নানা প্রশিক্ষণে ব্যয় করা হবে।
প্রসঙ্গত, চলতি বছর যুক্তরাষ্ট্রে নতুন যেসব ডাটা সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছে গুগল, এর মধ্যে টেক্সাস, নেভাডা ও নেব্রাস্কাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এসব স্থানে ডাটা সেন্টার সম্প্রসারণে বেশি পরিমাণে বিনিয়োগ করবে গুগল। ফলে সারা দেশে ১০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

ডাটা সেন্টার প্রযুক্তিতে বিস্ময়কর এক রূপান্তরকাল পার করছে গুগল। সিস্টেমের মধ্যে বিদ্যমান সব উপাদানের ভার্চুয়াল কাস্টমাইজেশন, চিপ থেকে শুরু করে ভবন ডিজাইন সবকিছুতেই নতুনত্ব আনছে তারা।
অতিসম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য হার্ডওয়্যারে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করছে গুগল। কারণ এআইয়ের উপযুক্ত নতুন টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) যে তাপ উৎপাদন করছে, তা আগের কুলিং সিস্টেমের সীমার বাইরে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার
ইনফিনিক্স নোট ৪০এস এর সাথে বিনামূল্যে ওয়্যারলেস চার্জার
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন