বুধবার ● ১৩ জুন ২০১২
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের ডিস্ক এনক্রিপশন সিকিউরিটি ফিচারের নতুন এক্সটার্নাল ডিভিডি রাইটার
আসুসের ডিস্ক এনক্রিপশন সিকিউরিটি ফিচারের নতুন এক্সটার্নাল ডিভিডি রাইটার
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশের আইটি মার্কেটে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের এসডিআরডব্লিউ-০৮ডি২এস-ইউ লাইট মডেলের নতুন এক্সটার্নাল ডিভিডি রাইটার। এতে ডিস্ক এনক্রিপশন-২ ফিচার থাকায় ডিস্কটিকে পাসওয়ার্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এবং ফাইলকে ঐরফফবহ-ভরষব হিসেবে রেখে ডেটা সুরক্ষিত রাখা যায়। ইউএসবি ২.০ ইন্টারফেসের এই এক্সটার্নাল ডিভিডি রাইটারটি প্লাগ-এন্ড প্লে প্রযুক্তি সমর্থিত, তাই আলাদা ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হয় না। এটি বিদ্যমান সকল ডিভিডি বা সিডি ফরম্যাটের ডেটা রিড, রাইট ও রি-রাইট করতে পারে। সরু আকৃতির ও খুবই হালকা ওজনের আকর্ষণীয় এই ডিভিডি রাইটারটিকে সহজেই বহণ করা যায়। এছাড়া এতে ‘ড্রাগ-এন্ড-বার্ণ’ প্রযুক্তি থাকায় ফাইলকে শুধুমাত্র টেনে এনে ডিস্কের আইকনের উপর ছেড়ে দিলেই রাইট হয়ে যায়। মূল্য রাখা হয়েছে ৩,৪০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৮১২৩২৮১।