সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৪, ২০২৫, ১ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১০ জুন ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » এবার সাবলীলভাবে হিন্দি বলবে অ্যালেক্সা
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » এবার সাবলীলভাবে হিন্দি বলবে অ্যালেক্সা
৫৮৫ বার পঠিত
সোমবার ● ১০ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার সাবলীলভাবে হিন্দি বলবে অ্যালেক্সা

 ---

‘হাই অ্যালেক্সা। প্লিজ ফেভার মি।’ যে কোনও প্রশ্ন করলেই উত্তর মেলে সঙ্গে সঙ্গে। কিন্তু ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষা ব্যবহারের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হতো অ্যালেক্সাকে। তাই ইংরেজিতে ভালো না হলে, অনেক ক্ষেত্রেই ঝামেলা পোহাতে হতো ব্যবহারকারীদের।
শিগগিরই এই সমস্যার সমাধান হতে চলেছে। তবে সুখবরটা ভারতীয়দের জন্য। এবার সাবলীলভাবে হিন্দি বলবে অ্যালেক্সা।

অ্যালেক্সা কর্মকর্তা রোহিত প্রসাদ জানান, সাবলীলভাবে হিন্দি বলতে ও বুঝতে পারে অ্যালেক্সা, তা নিশ্চিত করতেই কাজ চলছে। খুব শিগগিরই সহজতর হবে অ্যালেক্সার সঙ্গে হিন্দি কথপোকথন।
তিনি জানান, মূলত ভারতীয় ক্রেতাদের জন্যই হিন্দি ভাষার ক্ষেত্রে স্পষ্টতা আনতে কাজ করা হচ্ছে। যদিও এখনও হিন্দি বুঝতে এবং বলতে সক্ষম অ্যালেক্সা। তবে তা সবসময় নয়। অধিকাংশ ক্ষেত্রেই অনেক সময়ই ভাঙা ভাঙা হিন্দির সঙ্গেই ইংরেজি ব্যবহার করে আপনার প্রশ্নের উত্তর দেয় অ্যালেক্সা।

জানা গেছে, অনেকটা সহজেই হিন্দি ভাষা ব্যবহারের ক্ষেত্রে স্পষ্টতা আনা সম্ভব ছিল। কিন্তু চেষ্টা করা হয়েছে যতটা নির্ভুল সম্ভব, ততটাই যেন বলতে পারে অ্যালেক্সা। সেই কারণেই কিছুটা বেশি সময় কেটেছে।
তবে এমন ঘটনা এটিই প্রথম নয়, এর আগেও ভাষার ক্ষেত্রে একাধিক আপডেট এনেছে অ্যালেক্সা। গত বছর থেকেই হিন্দি, তেলুগু, তামিল-সহ কয়েকটি ভাষা বুঝতে ও বলতে সক্ষম অ্যালেক্সা। তবে তা নিতান্তই ভাঙা ভাঙা শব্দে। এবার আপনার সঙ্গে অনেক বেশি সাবলীল হবে অ্যালেক্সা।

জানা গেছে, আপনি যদি সিনেমার টিকিট বুক করতে বলেন, সেক্ষেত্রে আপনাকে ক্যাবের পরামর্শও দেবে সে।
রোহিত প্রসাদের কথায়, আমরা এমন কিছু করতে চেয়েছি, যেখানে ব্যবহারকারীকে কোনও রকম সংকোচ বোধ করতে হবে না। ঠিক যেমন ভাবে বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে কথা বলেন সেভাবেই কথা হবে অ্যালেক্সার সঙ্গেই।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নতুন বছর উপলেক্ষে ক্যামন সিরিজে বিশেষ অফার দিচ্ছে টেকনো
গত বছর বিডিকলিংয়ে আইসিটি প্রশিক্ষণ নিয়েছে ৫ হাজারের বেশি শিক্ষার্থী
বাংলাদেশের বাজারে আসছে নতুন এলজি এআই মনিটর
দিনে দুই হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলকে নগদ
ভিভো ও এসওএস এর যৌথ উদ্যোগে ফটোগ্রাফি প্রদর্শনী
দেশের বাজারে অনার এক্স৫বি প্লাস স্মার্টফোন
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
শেরপুরে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক বন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকার ও জাইকা’র মধ্যে চুক্তি স্বাক্ষর
ন্যাশনাল পেমেন্ট এগ্রিগেটর হিসেবে আসছে ‘একপে’