বুধবার ● ১৩ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি বিনোদন » রবির কর্পোরেট অফিসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রবির কর্পোরেট অফিসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শিশুরা কেমন পৃথিবী দেখতে চায়? তাদের সে ভাবনা তুলে ধরার সুযোগ করে দিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবি আজিয়াটা লিমিটেড গত ৯ জুন শনিবার রবির কর্পোরেট অফিসে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। ‘রং তুলিতে আমার পৃথিবী’ বিষয়ের ওপর আঁকা চিত্রে শিশুরা তাদের প্রত্যাশিত পৃথিবীর ছবি এঁকেছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩ থেকে ১৪ বছর পর্যন্ত বয়সী ৮০ জন শিশু অংশ নেয়। শিশুদের রঙ-তুলিতে ফুটে উঠেছে মানুষের জীবন ধারণের নানা বিষয়, যানবাহন থেকে শুরু করে এনার্জি, খাদ্য এবং ভারসাম্যপূর্ণ জীবন-যাপন পদ্ধতি।
প্রতিযোগিতা সম্পর্কে রবির ভাইস প্রেসিডেন্ট (সিএসআর) মহিউদ্দিন বাবর বলেন, ‘প্রতিদিনকার জীবনে পরিবেশের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে শিশুদের জানানো এবং তাদের পরিবারের সদস্যদের সচেতন করে তোলাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সিআরএল) মাহমুদুর রহমান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।