মঙ্গলবার ● ২৮ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ডাউনলোডের হিসাবে জিমেইলকেও ছাড়িয়ে গেছে চীনের রাজনৈতিক অ্যাপ!
ডাউনলোডের হিসাবে জিমেইলকেও ছাড়িয়ে গেছে চীনের রাজনৈতিক অ্যাপ!
‘স্টাডি দ্য গ্রেট নেশন’, চীনের কমিউনিস্ট পার্টির প্রচার বিভাগের একটি অ্যাপ। এ অ্যাপে চীনের মহান নেতা মাও জেদংয়ের ব্যাপারে বিভিন্ন তথ্য ও বক্তব্য-বিবৃতি দেয়া আছে। এ কন্টেন্টের ভিত্তিতেই অ্যাপে কুইজের ব্যবস্থা আছে। গবেষণা সংস্থা সেন্সর টাওয়ারের হিসাবে, এটিই এখন বিশ্বের সর্বোচ্চ ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে নবম। অ্যাপলের অ্যাপস্টোর থেকে ডাউনলোডের হিসাবে এটি জিমেইলকেও ছাড়িয়ে গেছে। খবর ম্যাশেবল।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের মাধ্যমে কর্মী ও শিক্ষার্থীদের এ অ্যাপ ব্যবহারে বাধ্য করা হয়। অ্যাপ স্টোরে অ্যাপটির বর্ণনা অনুযায়ী এটি ব্যবহারের ওপর পয়েন্টও দেয়া হয়। আর এ অ্যাপ ডাউনলোড করার পরও কেউ ব্যবহার না করলে বা পয়েন্ট না পেলে বেতন কাটার মতো শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া বলে জানা যায়। সম্ভবত এ কারণেই চলতি বছরের প্রথম প্রান্তিকে স্টাডি দ্য গ্রেট নেশন অ্যাপটি গুগলের জিমেইলের চেয়েও বেশিবার ডাউনলোড করা হয়েছে। অবশ্য এ হিসাবে অ্যাপলের অ্যাপ ডাউনলোডের সংখ্যা বিবেচনায় নেয়া হয়নি।
অ্যাপটির প্রাইভেসি পলিসিতে বলা আছে, অ্যাপের সব ফাংশন ও ফিচারে প্রবেশ করতে চাইলে সেলফোন নম্বর, নাম, আইডি কার্ডের তথ্য, কোম্পানির ধরন এসব তথ্যের পাশাপাশি সাধারণ কিছু তথ্য যেমন পেশা, লিঙ্গ, জন্মতারিখ, করপোরেট অথেনটিকেশন ইমেইলের মতো ব্যক্তিগত তথ্য বাধ্যতামূলকভাবে দিতে হয়।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত এপ্রিল পর্যন্ত স্টাডি দ্য গ্রেট নেশন অ্যাপটি ১০ কোটিবার ডাউনলোড করা হয়েছে।