সোমবার ● ২৭ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফিনিশ ডেটা সেন্টারে গুগলের বিনিয়োগ ৬০ কোটি ইউরো
ফিনিশ ডেটা সেন্টারে গুগলের বিনিয়োগ ৬০ কোটি ইউরো
হামিনাতে ইতোমধ্যেই একটি ডেটা সেন্টার রয়েছে অ্যালফাবেট মালিকানাধীন গুগলের। একটি পেপার মিলকে ডেটা সেন্টারে রূপান্তর করতে এখানে ৮০ কোটি ইউরো খরচ করেছে প্রতিষ্ঠানটি।
২০০৯ সালে রাশিয়ান সীমান্তবর্তী স্টোরা এনজো নামের এই পেপার মিলটি কিনে নেয় গুগল। এবার হামিনাতেই আরেকটি ডেটা সেন্টার বানাতে যাচ্ছে তারা– খবর রয়টার্সের।
গুগলের পক্ষ থেকে বলা হয়, হামিনাতে তাদের বর্তমান ডেটা সেন্টারটি সবচেয়ে উন্নত ডেটা সেন্টারগুলোর একটি এবং কম শক্তি খরচ করে। শক্তি খরচ কমাতে গালফ অফ ফিনল্যান্ডের সাগরের পানি ব্যবহার করে এর কুলিং সিস্টেম।
গুগলের অন্যান্য ইউরোপিয়ান ডেটা সেন্টারগুলোর অবস্থান নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং বেলজিয়ামে।
এক বিবৃতিতে গুগল ফিনল্যান্ড-এর কান্ট্রি হেড আনতি জার্ভিনেন বলেন, “গুগল সেবার চাহিদা দিন দিন বেড়ে চলেছে এবং এই চাহিদা পূরণ করতে আমরা আমাদের ডেটা সেন্টার বানাচ্ছি।”