মঙ্গলবার ● ১২ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফটোকপিয়ারে বাংলাদেশের বাজারে লীডার হতে চায় রিকো
ফটোকপিয়ারে বাংলাদেশের বাজারে লীডার হতে চায় রিকো
সম্প্রতি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার পরিদর্শন করে গেছেন বিশ্বখ্যাত ফটোকপিয়ার ও ডিজিটাল প্রিন্টিং সল্যুশনস এর জাপানি ব্র্যান্ড রিকো এর তিন উর্দ্ধতন কর্মকর্তা। ২০১১ সালে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এশিয়া প্যাসিফিক অঞ্চলে রিকো ব্রান্ডের সেরা পরিবেশক হওয়া উপলক্ষ্যে ৩ দিনের সফরে বাংলাদেশে আসা তিন প্রতিনিধি হচ্ছেন রিকো স্ট্র্যাটেজিক মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক বেন বি ডব্লিউ চং, ব্যবস্থাপক ক্রিস থাম এবং উর্দ্ধতন নির্বাহি জোয়েল লিন। এসময় তারা স্মার্ট টেকনোলজিস এর সভাকক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে একান্ত স্বাক্ষাত করেন। এসময় বাংলাদেশের বাজারে রিকো ব্রান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের ফটোকপিয়ার বাজারে মার্কেট লীডার হবে রিকো, মার্কেট পরিদর্শনের পর এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছেন রিকো প্রতিনিধিবৃন্দ।