বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » বিশ্বে প্রথম ফোল্ডেবল ল্যাপটপ
বিশ্বে প্রথম ফোল্ডেবল ল্যাপটপ
লেনোভো কোম্পানি নিয়ে এলো বিশ্বের প্রথম ফোল্ডেবল অর্থাৎ ভাঁজ করতে সক্ষম ল্যাপটপ। খুব বেশি দিন হয়নি ফোল্ডেবল অর্থাৎ ভাঁজ করা স্মার্টফোন তৈরি করে চমকে দিয়েছিল স্যামসাং কোম্পানি। এবার ভাঁজ করা ল্যাপটপ তৈরি করেছে চাইনিজ কোম্পানি লেনোভো। কোম্পানিটি তাদের নতুন গ্যাজেটটিকে বলছে বিশ্বের প্রথম ফোল্ডেবল পিসি। ল্যাপটপ এমনিতেই ভাঁজ করা যায়।
তবে এই পিসিতে বিল্ট-ইন ফিজিক্যাল কি-বোর্ডের পরিবর্তে রয়েছে ১৩.৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। ফলে যখন ডিভাইসটি খোলা হয়, তখন তা ট্যাবলেটের মতো কাজ করে। লেনোভা বলছে- এটি কোন ফোন, ট্যাবলেট বা এ জাতীয় হাইব্রিড কিছু না। ভাঁজ করা যায়, এমন একটি পুরোদস্তুর ল্যাপটপ। ১৩.৩ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটি ভাঁজ করলে একটা বইয়ের মতোই হয় দেখতে। ল্যাপটপ মুডে এতে অনস্ক্রিন একটা কি-বোর্ড আছে, যা দিয়ে নোট টাইপ করা বা ই-মেইল করা যায়। আর বন্ধ করা হলে এটি বহনযোগ্য একটা বইয়ের মতো আকার ধারণ করে। যারা বাইরে কাজ করেন, ছুটে বেড়ান এক জায়গা থেকে আরেক জায়গায়, অফিসের কাজ সারার জন্য ফুল স্ক্রিন ট্যাবলেটের সুবিধা পেতে চান, তাদের কাছে এই ডিভাইসটি আদর্শ হতে পারে। -ডেইলি মেইল