মঙ্গলবার ● ১২ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইন্ডিপেন্ডেন্ট বিশ¡বিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি পেশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইন্ডিপেন্ডেন্ট বিশ¡বিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি পেশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি তরুনদের সামনে নতুন, বৈচিত্রময় এবং উদ্ভাবনী পেশার এক নতুন জগৎ উন্মোচন করেছে। একাগ্রতা, নিষ্ঠা এবং সর্বোপরি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে সে সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজের সুন্দর ভবিষ্যত গড়ে তোলা সম্ভব। ‘তথ্য প্রযুক্তির পেশা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বসুন্ধরা ক্যাম্পাসে এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ওপেন সোর্স নেটওয়ার্ক। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ওপেন সোর্স নেওটওয়ার্কের (বিডিএএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেরিফ আল সায়েরের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন বেসিস নির্বাচিত বর্ষসেরা ফ্রিল্যান্সার শাওন ভুইয়া, সাজিদ হাসান এবং সোহান।
সেমিনারে জানানো হয় আইটি শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিষয়ের শিক্ষার্থীদেরও পেশাগত উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির দ্বারস্থ হতে হয়। নতুন প্রযুক্তিভিত্তিক পেশা দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগাতে হলে নিজেদের কারিগরি দক্ষতা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে বিষয়ের পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রম এবং নেটওয়ার্ক তৈরিতে সচেষ্ট হলে শিক্ষার্থীদের পক্ষে উন্নত ও আধুনিক পেশা গ্রহণ সহায়ক হয়। সেমিনারে প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ গ্রহণ এবং পেশা বাছাই-এর বিভিন্ন দিক আলোচনা করা হয়। সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোচকবৃন্দ।