বুধবার ● ২২ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইনস্টাগ্রামে তথ্য ফাঁস!
ইনস্টাগ্রামে তথ্য ফাঁস!
ইনস্টাগ্রামে জনপ্রিয় প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের গোপন তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে। অনুরাগ সেন নামের একজন নিরাপত্তা গবেষক প্রথম অনলাইনে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের বিশাল তথ্যভাণ্ডারের সন্ধান পান। ধারণা করা হচ্ছে, বিশাল এ তথ্যভাণ্ডারটি মুম্বাইভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম বিপণনকারী একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ছড়িয়ে পড়েছে। তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে ইনস্টাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেইসবুক।