রবিবার ● ১৯ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » অনলাইনে কেনাকাটার তথ্যও সংগ্রহ করে গুগল
অনলাইনে কেনাকাটার তথ্যও সংগ্রহ করে গুগল
ব্যবহারকারীদের ইন্টারনেট সার্চের ইতিহাস সংগ্রহ করে তারা কোন সাইট থেকে পণ্য কেনে, গোপনে তা সংগ্রহ করছে গুগল। ব্যবহারকারীরা গুগলে কোন ধরনের পণ্য সার্চ করে, কোন সাইটে পণ্য খোঁজে, দাম কত-সবই সংগ্রহ করে গুগল। এমনকি অনলাইনে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করলে সেগুলোর নোটিফিকেশন বার্তা যদি ব্যবহারকারীদের জিমেইলে পাঠানো হয়, তা-ও সংগ্রহ করে। ব্যবহারকারীদের আইপি অ্যাড্রেস এবং ইন্টারনেট সার্চ হিস্ট্রি পর্যালোচনা করে পরবর্তী সময়ে বিজ্ঞাপন প্রচার করে প্রতিষ্ঠানটি।
ব্যবহারকারীদের আগ্রহ ও অবস্থান অনুযায়ী বিজ্ঞাপন প্রচার করতেই এ উদ্যোগ। তবে গোপনে তথ্য সংগ্রহের বিষয়টি অস্বীকার করেছে গুগল।