সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ৯, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১০ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রামীণফোনের পরপর দুই বছর ফ্রস্ট এন্ড সুলিভান পুরস্কার লাভ
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রামীণফোনের পরপর দুই বছর ফ্রস্ট এন্ড সুলিভান পুরস্কার লাভ
৫৯০ বার পঠিত
রবিবার ● ১০ জুন ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামীণফোনের পরপর দুই বছর ফ্রস্ট এন্ড সুলিভান পুরস্কার লাভ

গ্রামীণফোনের পরপর দুই বছর ফ্রস্ট এন্ড সুলিভান পুরস্কার লাভ
বাংলাদেশের সেরা মোবাইল ফোন কোম্পানী গ্রামীণফোন ‘ফ্রস্ট এন্ড সুলিভান এশিয়া প্যাসিফিক আইসিটি এওয়ার্ড ২০১২’ এর ইমার্জিং মার্কেট সার্ভিস প্রোভাইডার অব দ্যা ইয়ার ২০১২ শ্রেণীতে পুরস্কার পেয়েছে। গত ৭ জুন, ২০১২ তারিখে সিঙ্গাপুরে এই পুরস্কার প্রদান করা হয়। ২০১১ সালেও গ্রামীণফোনকে তাদের অসাধারণ ব্যবসায়িক সাফল্য ধরে রাখার নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছিলো। এবার দ্বিতীয়বারের মতো গ্রামীণফোন এই পুরস্কার পেল।
গ্রামীণফোনের চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার মাহ্মুদ হোসেইন গ্রামীণফোনের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন। ফ্রস্ট এন্ড সুলিভান এশিয়া প্যাসিফিক অঞ্চলে যে সব কোম্পানী বা ব্যক্তি ব্যবসায়িক প্রতিযোগিতায় অন্যদের ছাপিয়ে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন ফ্রস্ট এন্ড সুলিভান তাদেরকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে।
বিকাশ চান্নাই, ইন্ডাস্ট্রি এ্যানালিস্ট, ফ্রস্ট এন্ড সুলিভান মোবাইল এন্ড ওয়্যারলেস এশিয়া প্যাসিফিক আইসিটি প্র্যাকটিস, বলেন “২০১১ সালে গ্রামীণফোন ৬.৫ মিলিয়ন গ্রাহক যোগ করেছে এবং এই গ্রাহক বৃদ্ধির হার ছিলো ২২ শতাংশ। প্রায় ৪৩ ভাগ মার্কেট শেয়ার দখলের মাধ্যমে তারা বাংলাদেশের মোবাইল ফোন সেক্টরের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। উদ্ভাবনী অফারের ক্ষেত্রে, যেমন- লোকেশনভিত্তিক ডিসকাউন্ট, অর্থনৈতিকভাবে দূর্বল গোষ্ঠীর জন্য ক্ষুদ্র ঋণ সুবিধা, ই-টিকেটিং এবং ভেহিক্যাল ট্র্যাকিং, তাদের অবস্থান অনেক শক্ত।”
তিনি আরো বলেন, বাংলাদেশে ধারাবাহিক নেতৃত্ব, উদ্ভাবনী অফার, দ্রুত গ্রাহক ও রাজস্ব বৃদ্ধি পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে তাদেরকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।
গ্রামীণফোনের সিইও টোরে ইয়ানসেন এই পুরস্কার প্রাপ্তিতে উচ্ছাস প্রকাশ করে বলেন, “গ্রামীণফোন সবসময় সাধ্যমত চেষ্টা করেছে কাছে থাকুন এই মন্ত্র দিয়ে গ্রাহকদেরকে যুক্ত রাখতে। যোগাযোগ সেবা প্রদানে আমাদের উন্নত নেটওয়ার্ক এবং উদ্ভাবনী চিন্তা এ দেশে আমাদেরকে সেরা মোবাইল ফোন কোম্পানী হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে। ফ্রস্ট এন্ড সুলিভানের এই মর্যাদা পূর্ণ স্বীকৃতি আমাদের বাজার ও জনমুখী সেবাকে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে উৎসাহিত করবে।
ফ্রস্ট এন্ড সুলিভান বিশ্বের প্রায় ১০০০ শীর্ষস্থানীয় কোম্পানীকে সর্বাধুনিক কৌশলগত, উদ্ভাবনী এবং প্রবৃদ্ধি সংক্রান্ত সমাধান দিয়ে থাকে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক এ্যানালিস্ট নিয়ে ফ্রস্ট এন্ড সুলিভান আইসিটি প্রাকটিস টিম এ অঞ্চলের আইসিটি সংক্রান্ত গবেষণায় ব্যপৃত রয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রমজান উপলক্ষে মাস্টারকার্ড দিচ্ছে বিশেষ ছাড়
হুয়াওয়ের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বাজারে রিভো’র দুটি ইলেকট্রিক বাইক
রমজান উপলক্ষ্যে পাঠাও এর বিশেষ ক্যাম্পেইন
বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে
এডাব্লিউএস ক্লাউড ইঞ্জিনিয়ারদের জন্য জাপানে ক্যারিয়ারের সুযোগ
বাংলাদেশের বাজারে কিউডি’র ওয়াইফাই ৭ রাউটার
ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিবে বাক্কো
বাজারে আসছে নতুন স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’
দারাজের বিশেষ শপিং চ্যানেল ‘চয়েস’ চালু