মঙ্গলবার ● ১৪ মে ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » মুছে ফেলা ছবি উদ্ধারে আপিল করা যাবে ইনস্টাগ্রামে
মুছে ফেলা ছবি উদ্ধারে আপিল করা যাবে ইনস্টাগ্রামে
নীতিমালা ভঙ্গের অভিযোগে নিয়মিত শত শত ছবি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে ইনস্টাগ্রাম। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই এমনটি করে ছবি ও ভিডিও বিনিময়ের সেবাটি। কিন্তু ব্যবহারকারীদের অভিযোগ, নীতিমালা ভঙ্গের অভিযোগে মুছে ফেলা সব ছবিই অশ্লীল নয়। আর তাই সমস্যা সমাধানে মুছে ফেলা ছবি ফের ফিরিয়ে আনতে ‘আপিল’ সুবিধা চালু করার পরিকল্পনা এঁটেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ফিচারটি কাজে লাগিয়ে মুছে ফেলা এক বা একাধিক ছবি সম্পর্কে সিদ্ধান্ত ফের বিবেচনার আবেদন করা যাবে। অনুরোধ পাওয়ার পর ছবিগুলো ইনস্টাগ্রামের নীতিমালা ভঙ্গ করছে কি না পর্যালোচনা করবেন রিভিউ বোর্ডের সদস্যরা। যদি না করে তবে ছবিগুলো ফের ব্যবহারকারীদের পোস্টে প্রদর্শন করা হবে।