রবিবার ● ১২ মে ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » অনলাইনে ফাইল কনভার্ট করুন সহজে
অনলাইনে ফাইল কনভার্ট করুন সহজে
আমরা সাধারণত বিভিন্ন ফাইল যেমন-গান, ছবি, বই, ভিডিও ইত্যাদি কনভার্ট করার জন্য নানা রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু কোনো সফটওয়্যার ছাড়া অনলাইনে বসেই যেকোনো দরকারি ফাইল একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই কনভার্ট করে নেওয়া যায়। এতে বেশি সফটওয়্যার বা বিভিন্ন ফাইলের জন্য ভিন্ন ভিন্ন ওয়েবসাইট ব্যবহারের প্রয়োজন পড়ে না।
অনলাইনে ফাইল কনভার্ট করার জন্য অনেক সাইট রয়েছে, যার মধ্যে zamzar অন্যতম। এই সাইট থেকে অতি সহজে যেকোনো ফাইল যেকোনো ফরম্যাটে কনভার্ট করে নেওয়া যায়। এখানে ১২০০-রও বেশি ফরম্যাটে ফাইল কনভার্ট করার সুবিধা রয়েছে।
যেভাবে করবেন
♦ প্রথমত, http://www.zamzar.com সাইটটিতে প্রবেশ করুন।
♦ তারপর অ্যাড ফাইলস বাটনে ক্লিক করে আপনি যে ফাইলটি কনভার্ট করতে চান, তা আপলোড করে নিন।
♦ এরপর কাঙ্ক্ষিত ফরম্যাটটি সিলেক্ট করুন।
♦ এখন কনভার্ট নাউ বাটনে ক্লিক করুন অথবা কনভার্ট করা ফাইলটি ই-মেইলে চাইলে চেকবক্সে চেক দিয়ে ই-মেইল ঠিকানা দিয়ে এরপর কনভার্ট নাউ বাটনে ক্লিক করুন।
♦ নতুন একটি ট্যাব ওপেন হবে, সেখানে ওই ফাইলটির ডাউনলোড বাটন পাবেন। সেখানে ক্লিক করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।
♦ যদি ই-মেইল অপশনটি সিলেক্ট করে থাকেন, তাহলে নিজের মেইল বক্স চেক করুন, সেখানে একটি ডাউনলোড লিংক আসবে। ওই লিংকে ক্লিক করলেই আপনার কনভার্ট করা ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।
নিবন্ধন ছাড়া এখানে ১০০ মেগাবাইটের ফাইল কনভার্ট করা যাবে। আর নিবন্ধন করলে প্যাকেজ অনুযায়ী সর্বোচ্চ ২ গিগাবাইট আকৃতির ফাইল কনভার্ট করা যাবে।