সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » কনটেন্ট পর্যালোচনায় বিপুল অর্থ ব্যয় করছে গুগল
কনটেন্ট পর্যালোচনায় বিপুল অর্থ ব্যয় করছে গুগল
কনটেন্ট পর্যালোচনার জন্য প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় করছে গুগল ইনকরপোরেশন। এছাড়া চলতি বছরের প্রথম তিন মাসেই ইউটিউবে প্রকাশিত ১০ লাখের বেশি সন্দেহভাজন ‘সন্ত্রাসবাদমূলক ভিডিও’ ম্যানুয়ালি পর্যালোচনা করেছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের হাউজ প্যানেলের সন্ত্রাসবাদবিরোধী উপকমিটির দেয়া চিঠির জবাবে এসব কথা জানিয়েছে অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
গত ২৪ এপ্রিল হাউজ প্যানেলকে দেয়া চিঠিটি বৃহস্পতিবার প্রকাশ করে গুগল। সেখানে বলা হয়েছে, তারা যেসব ভিডিও ম্যানুয়ালি পর্যালোচনা করেছে, তার মধ্যে ৯০ হাজার সহিংস কনটেন্ট ছিল।
গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে আত্মঘাতী বোমা হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এ ঘটনার পরই সামাজিক যোগাযোগের সাইটগুলোয় প্রকাশিত কনটেন্টের বিষয়ে অতি সতর্ক হয়ে ওঠে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের হাউজ কমিটি অন হোমল্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের তাদের প্লাটফর্মে প্রকাশিত সহিংস রাজনৈতিক কনটেন্ট মুছে ফেলার প্রক্রিয়া আরো উন্নত করার আহ্বান জানান।