বুধবার ● ১ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মে মহান শ্রমিক দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল
মে মহান শ্রমিক দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল
গুগলের হোমপেজে গেলে আজ একটি বিশেষ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। আজ ১ মে মহান শ্রমিক দিবস উপলক্ষে এ ডুডল প্রদর্শন করছে গুগল। আজকের ডুডলটিতে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের শ্রদ্ধা জানাতে ‘গুগল’ লেখাটিকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
গুগলের ডুডল পেজের তথ্য অনুযায়ী, ডুডলটি বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে দেখা যাচ্ছে।
গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এই দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার আর শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন এটি।
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।