মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » প্রথম বাটন, ছিদ্র ও পোর্টহীন স্মার্টফোন!
প্রথম বাটন, ছিদ্র ও পোর্টহীন স্মার্টফোন!
স্মার্টফোনগুলোতে নিত্যনতুন প্রযুক্তির চমক দেখা যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় এবার এলো অত্যাধুনিক স্মার্ট টেকনোলজির ফোন। এই স্মার্টফোনে কোনও বোতাম, ফুটো এবং পোর্ট থাকছে না।
অত্যাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনটি প্রথম প্রস্তত করেছিল চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা মেইজু। কিন্তু অল্প সময়ের মধ্যেই একই প্রযুক্তির ফোন তৈরী করেছে ভিভো নামের প্রতিষ্ঠান। মেইজু জিরো এবং ও ভিভো অ্যাপেক্স হলো পৃথিবীর একমাত্র বোতাম, ফুটো এবং পোর্টহীন স্মার্টফোন। এ নিয়ে প্রযুক্তি দুনিয়ায় হইচই পড়ে গেছে।
ওই দুটি ফোনেই কোনও সিম-স্লট নেই । এতে নেই কোনও স্পিকারের জায়গাও। শুধু তাই নয়, চার্জিং পয়েন্টও নেই এই স্মার্টফোনে।