সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ৯, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ২০ লাখ প্রাইভেট ওয়াই-ফাই পাসওয়ার্ড প্রকাশ
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ২০ লাখ প্রাইভেট ওয়াই-ফাই পাসওয়ার্ড প্রকাশ
৭৬৭ বার পঠিত
রবিবার ● ২৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০ লাখ প্রাইভেট ওয়াই-ফাই পাসওয়ার্ড প্রকাশ

---
ওয়াই-ফাই ফাইন্ডার নামের একটি নির্ভেজাল অ্যান্ড্রয়েড অ্যাপ লাখ লাখ ওয়াই-ফাই পাসওয়ার্ড প্রকাশের কারণ হয়ে উঠেছে। নিকটবর্তী পাবলিক ওয়াই-ফাই হটস্পটের অবস্থান জানা ও এর সংযোগ পেতে এ অ্যাপ ইনস্টল করেছিলেন কয়েক হাজার গুগল প্লে স্টোর ব্যবহারকারী। এ অ্যাপের একটি ফিচারের বিভ্রান্তিমূলক বার্তার ফাঁদে পড়ে ২০ লাখের বেশি প্রাইভেট ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড প্রকাশ হয়ে পড়েছে। খবর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

জিডিআই ফাউন্ডেশনের সাইবার গবেষক সানিয়াম জাইন এ অ্যাপের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে নিয়ে এসেছেন। তার দেয়া তথ্যে জানা গেছে, একটি কমিউনিটি ফিচারের মাধ্যমে মূলত অ্যাপটিতে নিরাপত্তাবলয় ভেঙে পড়েছে এবং গোপনীয়তা রক্ষায় সমস্যা তৈরি হয়েছে। এ ফিচারের মাধ্যমে ওয়াই-ফাই ফাউন্ডার অ্যাপটি ব্যবহারকারীদের নিকটস্থ হটস্পটের তথ্য শেয়ারের আমন্ত্রণ জানায় ব্যবহারকারীদের কাছে একটি বার্তা আসে যেখানে লেখা থাকে ‘সামাজিক হয়ে উঠুন এবং আপনার ওয়াই-ফাই হটস্পটটি শেয়ার করুন। আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কটি যুক্ত করে হালনাগাদ থাকুন।’ মূলত অ্যাপটির এ আমন্ত্রণের ফাঁদেই পাসওয়ার্ডগুলো প্রকাশ হয়ে যেত।

চীনের তৈরি এ অ্যাপের মূল উদ্দেশ্য ছিল তথ্য ভাগাভাগি এবং একটি পারস্পরিক সহযোগিতার ওয়াই-ফাই কমিউনিটি গড়ে তোলা। অ্যাপটির মাধ্যমে ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ফাঁসের ঘটনা প্রসঙ্গে টেকক্রাঞ্চকে সানিয়াম জাইন বলেন, তথ্য আপলোডের ডাটাবেজটি ‘সুরক্ষিত ছিল না, ফলে এখানে যে কেউ প্রবেশ করতে পারত এবং ইচ্ছেমতো তথ্য নামাতে পারত।’ ফাঁস হয়ে যাওয়া বেশির ভাগ ওয়াই-ফাই পাসওয়ার্ড যুক্তরাষ্ট্রভিত্তিক।

টেক ক্রাঞ্চের হুইটটেকার জানান, ‘যদিও অ্যপটির ডেভেলপারদের দাবি অনুযায়ী, শুধু পাবলিক হটস্পটের ক্ষেত্রেই পাসওয়ার্ড সরবরাহ করে থাকে এ অ্যাপ। কিন্তু প্রাপ্ত তথ্যে এখানে অগণিত ওয়াই-ফাই নেটওয়ার্কের হোম দেখা গেছে।’
অবশ্য প্রকাশ হয়ে যাওয়া তথ্যে ওয়াই-ফাই নেটওয়ার্ক মালিকের যোগাযোগের বিস্তারিত পাওয়া যায়নি। তবে ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম, প্রকৃত অবস্থান এবং পাসওয়ার্ড খুব সহজেই পাওয়া যাচ্ছে। এ নিরাপত্তা দুর্বলতার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে তথ্য নিতে নেটওয়ার্ক মালিকের কোনো অনুমতি প্রয়োজন হবে না এবং ওয়াই-ফাই নেটওয়ার্কে সহজেই যে কারো অনুপ্রবেশ ঘটবে।
তথ্য ফাঁসের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ার পর ক্লাউড কোম্পানির মাধ্যমে ডাটাবেজটি এ মুহূর্তে অফলাইনে রয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার
ইনফিনিক্স নোট ৪০এস এর সাথে বিনামূল্যে ওয়্যারলেস চার্জার
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন