মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » বিবিধ » নিজেদের উদ্ভাবিত চেহারা শনাক্তকরণ প্রযুক্তি বিক্রি করবে না মাইক্রোসফট
নিজেদের উদ্ভাবিত চেহারা শনাক্তকরণ প্রযুক্তি বিক্রি করবে না মাইক্রোসফট
নিজেদের উদ্ভাবিত চেহারা শনাক্তকরণ প্রযুক্তি আইন রক্ষাকারী বাহিনীর কাছে বিক্রি করবে না মাইক্রোসফট। বিভিন্ন দেশে বসবাসকারীদের ব্যক্তিগত নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কা থেকে এ সিদ্ধান্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আইন রক্ষাকারী একটি সংস্থা মাইক্রোসফটের কাছে প্রযুক্তিটি কিনতে আগ্রহ প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যান্ড স্মিথ।