বুধবার ● ৬ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বেসিস ও আইএফসির যৌথ উদ্যোগে কর্পোরেট গভর্ণেন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বেসিস ও আইএফসির যৌথ উদ্যোগে কর্পোরেট গভর্ণেন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) ও বেসিস এর যৌথ উদ্যোগে গত ২ জুন, ২০১২, শনিবার, প্যান পাসিফিক সোনারগাঁও হোটেলে “কর্পোরেট গভর্ণেন্স ফর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) কোম্পানীজ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সিকিউরিটিজ বোর্ড অব ইন্ডিয়া’র (এসইবিআই) প্রাক্তন নির্বাহী পরিচালক, ভারতের ডেলোইট টোচে টমাটসুর বর্তমান জ্যৈষ্ঠ কর্পোরেট গভর্ণেন্স উপদেষ্টা এবং আইআইএম ইন্ডিয়ার অধ্যাপক প্রতীপ কর কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে ৩৩টি শীর্ষস্থানীয় আইটি কোম্পানীর ৩৫ জন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সমমানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় বেসিস সভাপতি মাহবুব জামান তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশের আইটি সেক্টরে অপার সম্ভাবনা থাকায় এটি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেছে। আইটি শিল্পে তরুণ আইটি উদ্যোক্তাদের আগমন একটি বড় শক্তি বলে তিনি অভিহিত করেন এবং সে কারণে এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আইটি কোম্পানীগুলোর মধ্যে কর্পোরেট গভর্ণেন্স এর অনুশীলন জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় আলোচিত বিষয়গুলোর মধ্যে বিজনেস কেইস ফর কর্পোরেট গভর্ণেন্স, পরিচালনা পর্ষদের দায়িত্ব ও কর্তব্য, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, সম্পদের মূল্য নির্ধারণ এবং মানসম্মত আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইএফসি’র প্রোগ্রাম ম্যানেজার, সাসটেইনেবল অ্যাডভাইজরি মৃণাল কান্তি সরকার বলেন, “এটা খুব আশার কথা যে, বাংলাদেশের আইটি শিল্প কর্পোরেট গভর্ণেন্স সম্পর্কে ক্রমেই উৎসাহী হয়ে উঠছে এবং অনেকেই এটা শুরু থেকেই অনুশীলন করতে আগ্রহী”। এ বিষয়ে বিশেষজ্ঞ আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার শিলা রহমান, ব্যারিস্টার মঞ্জুর হাসান এবং কেপিএমজি’র পার্টনার মেহেদি হাসান, এফসিএ।