মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » এমটব এর ইন্টারনেট ভ্যাটমুক্ত রাখার প্রস্তাব
এমটব এর ইন্টারনেট ভ্যাটমুক্ত রাখার প্রস্তাব
দেশে তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়াকে ইন্টারনেট ব্যবহারে ভ্যাট উঠিয়ে নেওয়ার দাবি জানিয়েছে মোবাইল অপারেটদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস বাংলাদেশ (এমটব)। সংগঠনটি ইন্টারনেট ব্যবহার ভ্যাট, এসডি এবং সারচার্জ মুক্ত রাখা, সম্পদের ওপর অবলোপন সুবিধা বহাল রাখার প্রস্তাব করেছে।
গত রবিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলনকক্ষে প্রাক-বাজেট আলোচনাকালে এসব প্রস্তাব করে এমটব। এ ছাড়া অন্য প্রাক-বাজেট আলোচনায় অংশগ্রহণ করে বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
আগামী অর্থবছরের বাজেটে দেশের ভেতরে ধূমপায়ীদের সংখ্যা কমাতে সিগারেটর দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা এমন করব্যবস্থা চাই, যাতে দেশের ভেতরে সিগারেট ধূমপায়ীদের সংখ্যা কমে আসে। আমরা রপ্তানিতে উৎসাহ দিতে চাই।’