মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সাভারে চালু হল ই-ট্রাফিক সিস্টেম
সাভারে চালু হল ই-ট্রাফিক সিস্টেম
যানবাহনে মামলা ও হয়রানি কমানোর উদ্যোগ নিয়ে সাভারে উদ্বোধন করা হলো ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম।
মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডে বেলুন উড়িয়ে ফাইন পেমেন্ট সিস্টেম উদ্বোধন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ট্রাফিক আইন অমান্য করার অপরাধে দায়েরকৃত মামলার জরিমানার অর্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যাবে। পাশাপাশি সাভার অঞ্চল দিয়ে চলাচলরত সকল যানবাহনের কাগজ পত্র দ্রুত ও সঠিকভাবে যাচাই বাচাই করতে ই-প্রসিকিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, সরকারের ডিজিটালাইজেশনের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পুলিশের পক্ষ থেকেও নানা প্রযুক্তিগত ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ই-ট্রাফিক সিস্টেম চালু করা হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাভেদ ইকবালসহ আরো অনেকেই।