মঙ্গলবার ● ৫ জুন ২০১২
প্রথম পাতা » নতুন পণ্য » নেটওয়ার্ক ইন্টারফেসের কনিকা মিনোন্টা মনোক্রম লেজার প্রিন্টার
নেটওয়ার্ক ইন্টারফেসের কনিকা মিনোন্টা মনোক্রম লেজার প্রিন্টার
সেফ আইটি সার্ভিসেস লি. বাংলাদেশে এনেছে বিশ্বখ্যাত কনিকা মিনোল্টা ব্র্যান্ডের পেজপ্রো ৪৬৫০ইএন মডেলের মনোক্রম লেজার প্রিন্টার। জাপানের অরিজিন এই প্রিন্টারটিতে রয়েছে মাল্টি-প্রটোকল গিগাবিট ইথারনেট নেটওয়ার্ক ও এবং ইউএসবি ২.০ উভয় ইন্টারফেস, এতে একাধিক কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্টারটি অনায়াসে ব্যবহার করা যায়। রয়েছে ইউএসবি ডাইরেক্ট ইন্টারফেস, যার ফলে পিসি ব্যবহার করা ছাড়াই ইউএসবি ফ্ল্যাশ মেমোরি ড্রাইভ থেকে এবং পিকটব্রিজ সমর্থিত ডিজিটাল ক্যামেরা থেকে সরাসরি প্রয়োজনীয় ফাইল প্রিন্ট করা যায়। ডাইরেক্ট ও সিকিওর প্রিন্টের জন্য প্রয়োজনে এতে ৪০ গিগাবাইট হার্ডড্রাইভ ব্যবহার করা যাবে। প্রিন্টারটি এ৪-সাইজের পেপারে প্রতি মিনিটে ৩৪টি প্রিন্ট করতে সক্ষম। মাসিক ডিউটি সাইকেল ১,৫০,০০০ পেজ প্রিন্ট। এর প্রিন্ট রেজ্যুলেশন ১২০০ বাই ১২০০ ডিপিআই এবং ১২৮ মেগাবাইট মেমোরি রয়েছে যা বর্ধিত করা যাবে ৩৮৪ মেগাবাইট পর্যন্ত। প্রিন্টারটিতে আরো রয়েছে ৫০০ মেগাহার্জ প্রসেসর, ৫৫০ পাতার ইনপুট ট্রে, ১৫০ পাতার মাল্টি-পারপাস ট্রে, বিভিন্ন ধরন ও সাইজের কাগজে প্রিন্ট প্রভৃতি ফিচার। উচ্চ পারফরম্যান্সের এই প্রিন্টারটির দাম পড়বে ৪২,০০০ টাকা। যোগাযোগ: ০১৮১৭১৪৯৩০৫।