সোমবার ● ১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » টুইটারে চালু হচ্ছে ডার্ক মোড!
টুইটারে চালু হচ্ছে ডার্ক মোড!
ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো বেশ কিছু অ্যাপে যোগ হয়েছে ‘ডার্ক মোড’ ফিচারটি। আর এই ফিচারটির জনপ্রিয়তাও বেড়ে চলেছে।
টুইটারে এবার ডার্ক মোড আনার কথা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠান প্রধান জ্যাক ডরসি। এর আগেও অ্যাপটিতে ডার্ক মোড এনেছে প্রতিষ্ঠানটি। কিন্তু আগে কালো রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গাঢ় নীল। এতে একমত হয়েছেন টুইটার প্রধানও। ইতোমধ্যেই এটি ঠিক করতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
iOS’র ক্ষেত্রে এটি চালু করতে সেটিংস থেকে প্রাইভেসিতে যেতে হবে। তারপর ডিসপ্লে অ্যান্ড সাউন্ড অপশন থেকে এই নাইট মোডটি চালু করতে হবে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও প্রক্রিয়াটি প্রায় একই। তবে ঠিক কবে নাগাদ টুইটারের নতুন ডার্ক মোড চালু হবে তা অবশ্য নিশ্চিত করে বলা হয়নি।
স্মার্টফোনে ক্রমেই ওলেড পর্দার ব্যবহার বাড়ছে। এই কারণে আরও বেশি প্রতিষ্ঠান ডার্ক মোডের দিকে এগুচ্ছে।