সোমবার ● ১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অত্যাধুনিক প্রযুক্তিতে আধুনিকায়ন করার মহাপরিকল্পনা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অত্যাধুনিক প্রযুক্তিতে আধুনিকায়ন করার মহাপরিকল্পনা
শংকর কুমার দে ॥
রাজধানীর বনানীর ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অত্যাধুনিক প্রযুক্তির ও যন্ত্রপাতির মাধ্যমে আধুনিকায়ন করার মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। অগ্নিকান্ডের সময়ে দ্রুততার সঙ্গে অগ্নিনির্বাপণ ও অগ্নিকান্ড কবলিত মানুষকে উদ্ধার করতে সক্ষমতা অর্জন করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাজধানী ঢাকাতে আরও ১১টি আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়াও দেশের প্রতি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মাণ করা হবে। এ জন্য ব্যয় করা হবে প্রায় সাড়ে ৬শ’ কোটি টাকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জনবল বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ, সুউচ্চ ভবনের আগুন নিভানোর যন্ত্রপাতি, আগুন কবলিত উচ্চ ভবনের মানুষজন উদ্ধারের জন্য নেট বা জাল ব্যবহারসহ আধুনিকায়নে মহাপরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
রাজধানীর বনানীর ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনার সময় অসহায়ের মতো শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আগুনে পুড়ে ছাই হতে দেখেছে মানুষজনকে। বাঁচার আকুতি নিয়ে বহুতল ভবনের অনেক উঁচু থেকে লাফিয়ে পড়ে থেঁতলে গিয়েছে মর্মান্তিকভাবে আগুনে কবলিত মানুষ। আগুন নিভাতে দেরি হওয়ার কারণে জানমালের ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার। যে কোন বহুতল ভবনে আগুন নেভানোর জন্য উঁচু মই বা ফায়ার ল্যাডারসহ ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতি যেমন জরুরী তেমনি প্রতিটি ভবনের নিজস্ব হাইড্রেন্ট বা জলাধার, ফায়ার এক্সিট বা জরুরী নির্গমন পথ এবং তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রতিটি ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা মোকাবেলার উদ্যোগ নেয়া হচ্ছে। এ জন্য কোন সুউচ্চ ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে আগুন নির্র্বাপণ ও অগ্নিকান্ড কবলিত মানুষকে উদ্ধারের লক্ষ্য নিয়ে আধুনিকায়ন করার মহাপরিকল্পনার আওতায় আনার উদ্যোগ নিয়ে ঢেলে সাজানো হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরটিকে।
দেশের বিভিন্ন উপজেলায় নতুন ঘরবাড়ি ও কলকারখানা, বহুতল উচ্চ ভবন তৈরি হচ্ছে। রাজধানী ঢাকায় একের পর এক অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে। নগরায়ন ও শিল্পায়ন বাড়ার সঙ্গে সঙ্গে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরগুলোতেও অগ্নি দুর্ঘটনার ঘটনা ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক দুর্ঘটনাগুলো থেকে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের যথাযথ ব্যবস্থা না থাকার বিষয়টি যেমন উঠে এসেছে তেমনি আগুন লাগার পর দ্রুততম সময়ে উদ্ধার কাজ পরিচালনায় সক্ষমতার অভাবও স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সাধারণ মানুষের কাছেও এটা স্পষ্ট যে, অগ্নি দুর্ঘটনা মোকাবেলা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে উদ্ধার কাজ পরিচালনায় আরও আধুনিক প্রযুক্তির অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রযোজন। এ জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিকায়নের প্রসঙ্গটি বারবারই সামনে আসছে। জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সব উপজেলায় ৫৬৫টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ৪০৬ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকি ১৫৯ স্টেশন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। রাজধানী ঢাকায় আরও ১১টি মডার্ন আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে সরকার।
স্বরাাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিনির্বাপণ সক্ষমতা বাড়াতে ফায়ার সার্ভিসের বহরে শীঘ্রই অত্যাধুনিক সরঞ্জামাদি যুক্ত করার কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী বহুতল ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ এবং অগ্নি দুর্ঘটনাসহ সার্বিক নিরাপত্তায় সরকারী সংস্থাগুলোর তদারকি ও নজরদারির ওপর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বসুন্ধরা মার্কেট, নিমতলী ট্র্যাজেডি, চকবাজারের চুড়িহাট্টা, বনানীর এফআর টাওয়ারের মতো অগ্নিকান্ডের সময়ে সড়কের যানজট, উৎসাহী জনতার ভিড় এবং সংকুচিত হয়ে যাওয়া প্রবেশপথে অগ্নিনির্বাপক দলের বিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর বিষয়টিসহ নানা ধরনের ত্রুটি বিচ্যুতির প্রসঙ্গ এখন আলোচনায়। অসহায়ের মতো চোখের সামনে আগুনে পুড়ে মানুষ মারা যাওয়ার বীভৎস দৃশ্য মানুষের অশ্রুসজল হৃদয়ে করুণ আর্তনাদ করা ছাড়া আর কিছুই দেখা যায়নি। এই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় আধুনিক প্রযুক্তির অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি-সরঞ্জাম, প্রশিক্ষিত বাহিনী দিয়ে যথাযথ উদ্ধার তৎপরতা চালানোর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ঢেলে সাজিয়ে অত্যাধুনিক করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।