রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » অ্যাপলের নতুন পরিকল্পনা
অ্যাপলের নতুন পরিকল্পনা
অ্যাপলের জন্য চলতি বছরটা বেশ ব্যস্ত যেতে পারে। নতুন নকশার ম্যাকবুক প্রো, আইপ্যাড, আইফোন দেখা যেতে পারে ২০১৯ সালে। জানিয়েছেন গবেষক মিং-চি কুয়ো। এমনকি নতুন মনিটরও নিয়ে আসতে পারে মার্কিন প্রতিষ্ঠানটি।
মিং-চি কুয়োর মতে, নতুন ম্যাকবুক প্রো হবে ১৬ ইঞ্চি পর্দার। সম্ভবত এই ম্যাকবুক প্রোর কিছু যন্ত্রাংশ চাইলেই আরও উন্নত সংস্করণের সঙ্গে বদলে নেওয়া যাবে। তাঁর মতে, সম্ভাব্য আরও যে যন্ত্রগুলো আসতে পারে, তা হলো-
১৩ ইঞ্চি ম্যাকবুক প্রোর ৩২ গিগাবাইট র্যা মের সংস্করণ পাওয়া যাবে। পূর্বে এই মডেলে র্যা ম ছিল ১৬ গিগাবাইট।
নতুন আইফোনে থাকবে অন্য কোনো স্মার্টফোনে চার্জ দেওয়ার সুবিধা।
৩১ ইঞ্চির মনিটরটি হবে সিক্স-কে রেজল্যুশনের।
তবে নতুন পণ্যের বিষয়ে অ্যাপল এখনো কোনো মন্তব্য করেনি। ২০১৮ সালের খারাপ অবস্থা কাটিয়ে ওঠার জন্য অ্যাপলের নতুন পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিনেট