বুধবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ওয়েবসাইট ব্লক করতে পারবে না ‘ইনকগনিটো মোড’
ওয়েবসাইট ব্লক করতে পারবে না ‘ইনকগনিটো মোড’
সবার নজর এড়িয়ে পছন্দের ওয়েবসাইটে ঢু মারার সুযোগ দিতে ক্রোম ব্রাউজারে রয়েছে ‘ইনকগনিটো মোড’। ফিচারটি কাজে লাগিয়ে আপনি যে ভিডিও দেখেন বা সার্চ করেন না কেন, সেগুলোর তথ্য ব্রাউজারের হিস্টোরি অপশনে জমা থাকবে না। কিন্তু অনেক ওয়েবসাইটই ফিচারটি ব্লক করে দিয়েছে। বিষয়টি পর্যালোচনা করতে গিয়ে ‘ইনকগনিটো মোড’-এ কারিগরি ত্রুটির সন্ধান পেয়ে সমাধান করেছে গুগল। ফলে এবার ইচ্ছা থাকা সত্ত্বেও ক্রোম ব্রাউজারের ‘ইনকগনিটো মোড’ ব্যবহারকারীদের ব্লক করতে পারবে না কোনো ওয়েবসাইট।
সূত্র : ম্যাশেবল